ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

ফেব্রুয়ারিতে ভোট ও গণভোট, তারপর জাতীয় সরকার :মির্জা ফখরুল

২০২৫ অক্টোবর ৩১ ১৪:১৭:০৩

ফেব্রুয়ারিতে ভোট ও গণভোট, তারপর জাতীয় সরকার :মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :জাতীয় নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারিতে একই দিনে অনুষ্ঠিত হবে এবং এর পর জাতীয় সরকার গঠন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা পরিষ্কারভাবে বলতে চাই—আমরা নির্বাচন চাই। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্বাচন ঘোষণার কথা বলেছেন, আমরা সেই ঘোষণার সঙ্গে একমত এবং সেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।”

তিনি অভিযোগ করেন, একটি মহল এখন নির্বাচনের প্রক্রিয়া বানচালের চেষ্টা করছে এবং বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি করছে।

গণভোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচনের আগে আলাদা করে গণভোটের কোনো সুযোগ নেই। আমরা আগেই বলেছি, নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন দুটি ব্যালট থাকবে—একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য, অন্যটি গণভোটের জন্য।”

তিনি আরও বলেন, “যারা এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং রাস্তায় নেমে গোলমাল করছেন, তাদের প্রতি অনুরোধ—দয়া করে জনগণকে আর বিভ্রান্ত করবেন না। অতীতে অনেক করেছেন, এবার তা থেকে বিরত থাকুন।”

মির্জা ফখরুল বলেন, “আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক, জনগণের সরকার গঠিত হোক এবং এই রাজনৈতিক সংকট থেকে দেশ উত্তরণের পথ খুঁজে পাক। আমরা আমাদের মিত্র দলগুলোকে সঙ্গে নিয়েই সরকার গঠন করতে চাই, যাদের সঙ্গে গত ১৫ বছর ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।”

তিনি যোগ করেন, “আমাদের অবস্থান খুবই স্পষ্ট—নির্বাচনের পর আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। আসুন, সবাই মিলে নির্বাচনকে কেন্দ্র করে সামনে এগিয়ে যাই এবং একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।”

অনুষ্ঠানে জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত