ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশে অনুপ্রবেশ করে কৃষকের হাতে ধ’রা বিএসএফ, অতঃপর...
.jpg)
ডুয়া ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক সদস্য রাইফেল হাতে দুবার বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের মিঠাইবাড়ী এলাকায়।
ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই দিন সন্ধ্যায় বিজিবির উদ্যোগে সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ‘ভারতের কোচবিহার জেলার জলপাইগুড়ির ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দলের এক বিএসএফ সদস্য রাইফেল নিয়ে সীমান্ত অতিক্রম করেন। তিনি সীমান্তের ৮৪৫ নম্বর প্রধান পিলারের ১০ নম্বর উপপিলার এলাকা দিয়ে বাংলাদেশের প্রায় ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভুট্টাখেতে কাজ করা মিঠাইবাড়ীর কৃষক রাকিব হোসেন ও সাদ্দাম হোসেন কৌশলে তাঁকে ধরে ফেলেন। পরে তিনি ভুল স্বীকার করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিছু সময় পর তিনি আবার বাংলাদেশে ঢুকে এলাকাবাসীর বাধা পেয়ে ফিরে যান।’
ঘটনার পর সন্ধ্যায় ঘটনাস্থলের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দেন পানিশালা-১ বিএসএফ কোম্পানি সদরের কমান্ড্যান্ট ইন্সপেক্টর রামচন্দ্র সিং, আর বাংলাদেশের পক্ষে বুড়িমারী বিজিবি কোম্পানি সদরের কমান্ডার আবুল কাশেম।
বিজিবি কমান্ডার আবুল কাশেম বলেন, “সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ জোয়ানের প্রবেশের কথা স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জেনেছি। ঘটনা জানার সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানানো হয়। এ নিয়ে সন্ধ্যায় ভারতের পানিশালা-১ কোম্পানি সদরের কমান্ড্যান্টের সঙ্গে পতাকা বৈঠক করা হয়। বাংলাদেশে প্রবেশের কথা বিএসএফ অস্বীকার করেছে। আমরা প্রতিবাদ জানিয়ে বলেছি, বিএসএফের কোনো সদস্য ভবিষ্যতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা