ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

চানখারপুল গণহত্যা : ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল

২০২৫ এপ্রিল ২১ ১৩:০৯:২৯
চানখারপুল গণহত্যা : ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল

ডুয়া ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত গণহত্যা ও শিক্ষার্থী আনাস হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞ নিয়ে এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন।

সোমবার (২১ এপ্রিল) এ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, চানখারপুলে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত শেষ হয়েছে এবং এতে ৮ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এর আগে, রোববার তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত থাকার প্রমাণ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরসহ ১৪ দলের বিভিন্ন নেতাসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে তথ্য-উপাত্ত পাওয়া গেছে।

তিনি আরও বলেন, মামলার তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, পরিকল্পিত সহিংসতা এবং মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন তথ্য ও সাক্ষ্য সংগ্রহ করা হয়েছে।

তাজুল ইসলাম বলেন, “তদন্তে যেসব প্রমাণ উঠে এসেছে, তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে— অভিযুক্তরা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে