ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
বিভিন্ন দেশে আরোপিত শুল্ক স্থগিতের বিষয়ে যা জানালেন ট্রাম্প
ডুয়া ডেস্ক: বিশ্বের বেশিরভাগ দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের প্রভাব ইতোমধ্যেই বৈশ্বিক অর্থনীতিতে দেখা যেতে শুরু করেছে।
গত ২ এপ্রিল ট্রাম্প এমন সব দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেন, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এর মধ্যে মৌলিক বা বেসলাইন ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, সিঙ্গাপুরসহ ১২টি দেশের ওপর, বাকি দেশগুলোর ওপর আরোপিত শুল্ক ১০ শতাংশের বেশি। সর্বোচ্চ ৪৬ শতাংশ শুল্ক বসানো হয়েছে ভিয়েতনামের ওপর। আর বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর নির্ধারিত হয়েছে ৩৭ শতাংশ শুল্ক।
৫ এপ্রিল থেকে বর্ধিত রপ্তানি শুল্কের বেসলাইন হার (১০ শতাংশ) আদায় শুরু হয়েছে। আর যেসব দেশের ওপর ১০ শতাংশের বেশি শুল্ক আরোপ করা হয়েছে, সেসব থেকে শুল্ক সংগ্রহ শুরু হবে ৯ এপ্রিল থেকে।
এ অবস্থায় অনেক দেশ শুল্ক প্রত্যাহার বা স্থগিতের অনুরোধ জানিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে। এসব বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, এমন অনুরোধ তারা পেয়েছেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর।
আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুল্ক স্থগিত করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমরা এমন কিছু চিন্তা করছি না। আপাতত শুল্ক স্থগিতের কোনো পরিকল্পনা নেই।”
ডোনাল্ড ট্রাম্প বলেন, “এমন অনেক, অনেক দেশ আছে যারা আমাদের সাথে বাণিজ্য চুক্তির জন্য আলোচনা করতে আসছে এবং তারা ন্যায্য চুক্তি করবে, এবং কিছু ক্ষেত্রে, তারা প্রচুর শুল্ক দেবে। আমরা ন্যায্য বাণিজ্যিক সম্পর্ক চাই।”
সোমবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেই বৈঠকের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, “গতকাল আমি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। আমি তাকে মাত্র একটি কথা বলেছি যে মার্কিন পণ্যের জন্য জাপানকে উন্মুক্ত করতে হবে আপনাদের। কারণ বর্তমানে জাপানে যুক্তরাষ্ট্রের গাড়ি রপ্তানির হার শূণ্যের কাছাকাছি অথচ যুক্তরাষ্ট্রে প্রতি বছর লাখ লাখ গাড়ি রপ্তানি করে জাপান।”
সূত্র : আনাদোলু এজেন্সি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়