ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
ভিডিও ভাইরালের পর বৈষম্যবিরোধীদের মুখপাত্র-সদস্যসচিবের পদ স্থগিত
.jpg)
ডুয়া ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কক্ষে ‘মদের বোতল’ হাতে ভিডিও ভাইরাল হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের সদস্য পদ স্থগিত করা হয়েছে। বুধবার বিকেলে পদ স্থগিতের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। একইসঙ্গে বিষয়টি তদন্তের জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানাে গেছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ শাখার সদস্যসচিব ও মুখপাত্রের একটি ভিডিও ভাইরাল হয়, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
১ মিনিট ১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র এলমা খাতুন একটি কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করেন। পরে তিনি তার সঙ্গে থাকা ব্যাগটি রেখে খাটে বসেন, যেখানে শুয়ে ছিলেন জেলার সদস্য সচিব সাইদুর রহমান। কিছুক্ষণ পর এলমা খাতুন মদের বোতল হাতে নেন।
এই ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক আবু হুরাইরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাদের পদ স্থগিত করা হয়েছে। এছাড়া বিষয়টি তদন্তে ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, ওই কক্ষে আরও অনেকে উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যেই কেউ একজন ভিডিওটি ধারণ করে ছড়িয়ে দিয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে এলমা খাতুনের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। তবে সাইদুর রহমান বলেন, ‘‘গত বছরের অক্টোবরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের সময় একজন প্রতিনিধি আমাদের ঢাকা ডেকেছিল। তখন আমরা সেখানে গিয়েছিলাম। আপুর হাতে কিসের বোতল ছিল তখন সেটা আমি বুঝতে পারিনি। এটা হয়তো শত্রুতাবশত করা হয়েছে, উদ্দেশ্য ছিল আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা।’’
এ বিষয়ে জেলা সুজনের (সুশাসনের জন্য নাগরিক) সভাপতি অধ্যক্ষ আমিনুর রহমান টুকু মন্তব্য করেন, ‘‘যদি ভিডিওটি সত্যি হয় তবে এটি অত্যন্ত দুঃখজনক। আমরা তাদের কাছ থেকে এরকম আচরণ প্রত্যাশা করি না। তবে ভিডিওটি কেন এবং কারা তৈরি করেছে তাদের উদ্দেশ্য কী ছিল—এই বিষয়গুলো খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ।’’
উল্লেখ্য, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাইদুর রহমান এবং এলমা খাতুনের ভূমিকা ছিল প্রশংসনীয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- যুক্তরাষ্ট্রের ওষুধ বাজার থেকে বাদ পড়তে পারে বাংলাদেশ
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৮ প্রতিষ্ঠান