ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
আমরা চাই ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসুক: আবদুল বারী ড্যানী
ডুয়া নিউজ : আল্লাহই ক্ষমতা দেওয়ার মালিক বলে মন্তব্য করেছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী। তিনি বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আমরা চাইব ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসুক।
মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ফ্লোরে ঢাকাস্থ নেত্রকোনা জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ডুয়া'র সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানীর পৃষ্ঠপোষকতায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এ টি এম আব্দুল বারী ড্যানী বলেন, 'অনেকদিন ধরে আমরা একসাথে বসতে চাই। আমরা চাই, যেখানে আছি সবার সাথে একটা যোগসূত্র থাক। যেই পরিস্থিতিতে থাকি না কেন আমি চাই একটা সেতুবন্ধন থাক।'
তিনি বলেন, 'আমরা নেত্রকোনার লোক খুব ঘরমুখী। এই নেচার (অভ্যাস) আমাদের পরিবর্তন করতে হবে। একে অপরকে সাহায্য করতে হবে, সবার খোঁজখবর রাখি। আমরা যদি একে অপরের সহযোগী হই তাহলে সবাই উপকৃত হবে। কিন্তু আমরা সেটা করতে পারি না।'
ডুয়ার সদস্য সচিব বলেন, 'আমরা শুধু যোগাযোগের কারণে অনেক পিছিয়ে গেছি। এখন নতুন যারা আছে তারা সেই যোগাযোগ অব্যাহত রাখবো। এই প্রতিষ্ঠানে (ডুয়া) যেকোনো প্রয়োজনে তোমরা চলে আসবে।'
সংকীর্ণমনা পরিহার করার আহ্বান জানিয়ে ড্যানী বলেন, 'কেউ কারো ভাগ্য নিতে পারে না। আমাদের অনেকের টার্গেট থাকে ছাত্রত্ব শেষ করে এলাকায় গিয়ে আমরা নির্বাচন করব, এমপি হবো, মন্ত্রী হবো। স্বপ্ন না থাকলে মানুষ কাজ করতে পারবে না। তবে এটা ভাবার কারণ নেই যে, পরবর্তী প্রজন্মকে যদি কর্মক্ষেত্রে বা সাংগঠনিক অবস্থান ভালো করে দেই, তবে সে আমাকে ফেলে দিয়ে প্রতিষ্ঠিত হয়ে যাবে।'
তিনি আরও বলেন, 'আমরা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আমরা সবাই চেষ্টা করছি মাত্র। আমরা জানি না আগামী রমজান পাবো কিনা; আগামী ইলেকশন পাবো কিনা সেটাও জানি না। সুতরাং আমরা চাইব ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসুক।'
ডুয়ার সদস্য সচিববলেন, 'আমরা ইর্ষান্বিত হতে চাই না, আমরা একে অপরের পরিপূরক হতে চাই, একে অপরের সহযোগী হতে চাই। সকলের সঙ্গে আমরা সেতু বন্ধনে আবদ্ধ হতে চাই। এটাই আমার মূল কামনা।'
সবশেষ তিনি আমন্ত্রিত অতিথিদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও মঙ্গল কামনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)