ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

উভয় শেয়ারবাজারে সূচকের উত্থান, লেনদেনেও চাঙাভাব

২০২৫ মার্চ ১১ ১৪:২৯:৩৩
উভয় শেয়ারবাজারে সূচকের উত্থান, লেনদেনেও চাঙাভাব

ডুয়া ডেস্ক : দেশের উভয় শেয়ারবাজারে আজ লেনদেনের শুরু থেকেই ইতিবাচক ধারা দেখা গেছে। বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের ফলে দিনশেষে বড় উত্থান হয়েছে সূচকে, পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে কিছুটা মন্দাভাব থাকলেও আজকের এই উত্থানে বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১১ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভার প্রতিষ্ঠানের দর বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ৮ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৫১৯৯ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ১ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৬৩ দশমিক ৯২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১৮৯৪ দশমিক ৬৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৪১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ৬ লাখ টাকার। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮২টির, কমেছে ১৩৮টির এবং পরিবর্তন হয়নি ৭৭টির।

অন্যদিকে, অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪ কোটি ৯ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০২টির, কমেছে ৬৩টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই শূন্য দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২৫ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল শূন্য দশমিক ০৫ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে