ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে ফিরেছে কিছুটা স্বস্তি, সূচকে সামান্য উত্থান

২০২৫ মার্চ ০৫ ১৬:২৩:৫২
শেয়ারবাজারে ফিরেছে কিছুটা স্বস্তি, সূচকে সামান্য উত্থান

নিজস্ব প্রতিবেদক: পাঁচ কর্মদিবসের টানা পতনের পর আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেখা গেছে কিছুটা ইতিবাচক প্রবণতা। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক কাটতে শুরু করলেও এখনো বাজার পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। দিনের শুরুতে কিছুটা অস্থিরতা থাকলেও ধীরে ধীরে সূচক ঊর্ধ্বমুখী হয়, যা বিনিয়োগকারীদের জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩১৮ কোটি ২০ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবার ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৫৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৬ দশমিক ৬৬ পয়েন্টে। আগের কর্মদিবসে প্রধান সূচক কমেছিল ২৬ দশমিক ৬৬ শতাংশ।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ শূন্য দশমিক ০৬ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ দশমিক ৪১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক শূন্য দশমিক ৯১ পয়েন্ট কমে ১ হাজার ৮৯০ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৩টি কোম্পানির, বিপরীতে ১৮৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে