ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
নিজের তৈরি উড়জাহাজ উড়িয়ে হইচই ফেলে দিলেন মানিকগঞ্জের তরুণ

ডুয়া নিউজ : এবার শুধু উড়োজাহাজ তৈরি করেই নয়, উড়িয়ে তাক লাগিয়ে দিলেন মানিকগঞ্জের শিবালয়ের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা (২৮)। জুলহাস পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি। তাঁর উড়োজাহাজ উড্ডয়ন দেখতে যমুনার তীরে বিভিন্ন এলাকা থেকে আসা উৎসুক জনতার ঢল নামে।
আজ মঙ্গলবার (০৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে সব প্রস্তুতি শেষে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে তার নিজ হাতে তৈরি উড়োজাহাজ নিয়ে আকাশে সফল উড্ডয়ন করেন।
এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ উড়োজাহাজের এমন উদ্ভাবন দেখতে যমুনার পাড়ে ভিড় জমান।
জুলহাস শখের উড়োজাহাজটির নাম দিয়েছেন স্কে বাইক ৩ (skay bike 3)। উড়োজাহাজটি তিনি নিজেই ড্রাইভ করে আকাশে উড়িয়েছেন। ইতিমধ্যে তার উড়োজাহাজ উড়ানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন প্রতিভাবান এই তরুণ।
এ বিষয়ে জুলহাস মোল্লা বলেন, “এসএসসির পর আর লেখাপড়া করা হয়নি। পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি হিসেবে ঢাকায় কাজ করি। চার বছর আগে হঠাৎ মাথায় আসে ছোট ছোট রিমোট কন্ট্রোল দিয়ে বিমান তৈরি করার। এর কিছুদিন পরে আল্টালাইট বিমান তৈরির কথা মাথায় আসে। কিন্তু তাতে তেমন সফলতা আসেনি। পরে গত এক বছর চেষ্টা করে এই বিমানটি তৈরি করতে সক্ষম হই।”
তরুণ এই উদ্ভাবক বলেন, “মূলত টাকার জোগান না থাকায় পাম্প ইঞ্জিন, আর অ্যালুমিনিয়াম, এসএস দিয়ে মূলত বিমানটি তৈরি করা হয়। বিমানটি ওজন হয়েছে ১০০ কেজি। গতি পরিমাপের জন্য লাগানো হয়েছে একটি ডিজিটাল মিটার, অ্যালুমিনিয়াম দিয়ে পাখা তৈরি করা হয়েছে। ইঞ্জিন চলবে অকটেন অথবা পেট্রোল দিয়ে। ঘণ্টায় গতি হবে সর্বোচ্চ ৭০ কিলোমিটার।”
গত কয়েক দিন আগে উড়োজাহাজটি পরীক্ষামূলক সফলভাবে আকাশে উড্ডয়ন করতে সক্ষম হন- জানিয়ে জুলহাস বলেন, “আমি জীবনে কোনো দিন বিমানের উঠিনি। বিমানটি তৈরি করে আকাশে উড্ডয়ন করতে পেরে নিজের স্বপ্নও পূরণ করেছি।”
তরুণ উদ্ভাবক জুলহাস আরও বলেন, ‘প্রথম দিকে পরিবার ও এলাকাবাসী আমাকে পাগল মনে করেছে। তবে এখন সবাই উৎসাহ আর বাহবা দিচ্ছে। সরকারি কিংবা বেসরকারিভাবে প্রশিক্ষণ ও সহায়তা পেলে এ নিয়ে কাজ করার আগ্রহ আছে।’
জুলহাস জানান, ‘ছেচনা মডেলের উড়োজাহাজটি গত ডিসেম্বর থেকে তৈরির কাজ শুরু হয়। শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এরপর বাড়ির পার্শ্ব নমুনা নদীর চরে পরীক্ষামূলকভাবে বিমানটি উড্ডয়ন করার একটি ভিডিও তার নিজের ইউটিউব চ্যানেলে চড়িয়ে পড়লে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। এতে এলাকাজুড়ে হৈচৈ পড়ে যায়।’
জুলহাস জানান, চার বছরের পরিশ্রমে গত চার বছরে এই কাজের পিছনে প্রায় ৮-১০ লাখ টাকা খরচ করেছেন তিনি। এরই মধ্যে তিনি জেলা প্রশাসকের কাছ থেকে একটি আর্থিক সহযোগিতা পেয়েছেন।
আজ মঙ্গলবার সব প্রস্তুতি শেষে চার মিনিট জুলহাস উড়োজাহাজটি আকাশে উড্ডয়ন করে আবার নেমে আসেন। বাতাসের গতি বেশি থাকায় ঝুঁকি এড়াতে আর বেশিক্ষণ উড়োজাহাজটি আকাশে উড্ডয়ন করা সম্ভব হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ