ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

এসআলম শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, তদন্তের নির্দেশ বিএসইসির

২০২৫ মার্চ ০৪ ২২:২৮:২৬
এসআলম শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, তদন্তের নির্দেশ বিএসইসির

ডুয়া নিউজ: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসআলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারের দাম ও লেনদেনের অস্বাভাবিক বৃদ্ধির কারণ তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এই তদন্ত সম্পন্ন করে বিএসইসির কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (০৪ মার্চ) বিএসইসির সহকারী-পরিচালক লামিয়া আক্তার স্বাক্ষরিত একটি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে এসআলম কোল্ড রোল্ড স্টিলস শেয়ারের দাম ও লেনদেনের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে এবং এর পেছনে কোনো যৌক্তিক কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে।

এছাড়া, কোম্পানির লেনদেনের ক্ষেত্রে কোনো ধরনের কারসাজি, ইনসাইডার ট্রেডিং বা অনৈতিক কোনো লেনদেনের ঘটনা ঘটেছে কিনা, তাও তদন্তের আওতায় আনতে হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে