ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

‘নির্বাচন পেছানোর অজুহাত তৈরি করা যাবে না’

২০২৫ মার্চ ০৪ ২০:০০:৫৪
‘নির্বাচন পেছানোর অজুহাত তৈরি করা যাবে না’

ডুয়া ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার কোনো অজুহাত তৈরি করা যাবে না। একজনের চিন্তা বা মতামত অন্যের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করলে তা কার্যকর হবে না।

মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাকে 'পতিত স্বৈরাচার' আখ্যা দিয়ে তিনি বলেন, তার বিচার অবশ্যই হতে হবে এবং আদালত তার নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করবে। এর সঙ্গে তিনি যোগ করেন, শেখ হাসিনার দ্রুত বিচার হতে পারে।

এদিকে গত রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অসুস্থতার কারণ হিসেবে জানা গেছে, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার রাতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ধুলাবালির কারণে তিনি অসুস্থ অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে