ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজি, ৫৩ কোটি টাকা জরিমানা

২০২৫ মার্চ ০৩ ২৩:৪৪:১২
ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজি, ৫৩ কোটি টাকা জরিমানা

ডুয়া নিউজ: শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে বিনিয়োগকারী শাহাদাত হোসেন ও তার ১৪ সহযোগীকে ৫৩ কোটি ২৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

শাহাদাত হোসেন ও ১৪ সহযোগী ২০টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ব্যবহার করে সিরিজ ট্রানজেকশন বা লেনদেনের মাধ্যমে শেয়ারটির দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছিলেন।

২০২৩ সালের ২৯ নভেম্বর থেকে ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে এই কারসাজি করা হয়েছে। কারসাজিতে শেয়ারটির দাম ২৯০.৭০ টাকা থেকে বেড়ে ৭০২.৫০ টাকা হয়। যা প্রায় ১৪১.৬৬ শতাংশ বৃদ্ধি। শেয়ারবাজারে এই কার্যকলাপের মাধ্যমে তারা কৃত্রিম চাহিদা তৈরি করে সাধারণ বিনিয়োগকারীদের প্রভাবিত করার চেষ্টা করেন।

বিএসইসি তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তি আরোপ করেছে এবং এই শেয়ার কারসাজি ও বেআইনি লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে বলে প্রমাণ পেয়েছে।

বিএসইসি অভিযোগকারীদের বিরুদ্ধে দুটি আইনভঙ্গের জন্য পৃথকভাবে জরিমানা ধার্য করেছে: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর সেকশন ১৭(ই)(৫) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪(১)।

এই শাস্তি চলমান সময়ে বিএসইসি কর্তৃক নেওয়া কঠোর পদক্ষেপেরই অংশ। যা শেয়ারবাজারে কারসাজি ও অসততার বিরুদ্ধে একটি সুষম দৃষ্টিভঙ্গি হিসেবে দেখা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে