ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
সময়মতো নির্বাচন যেন কথার কথা না হয়: শামসুজ্জামান দুদু

ডুয়া ডেস্ক : ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকারকে যত সময় দিয়েছি তার বাইরে আর কত সময় দিতে হবে এটা যদি জানতে পারতাম! অন্তর্বর্তী সরকার দাবি করেছে, স্বচ্ছতার সঙ্গে এই বছরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সেই উদ্যোগ তারা হাতে নেবেন। তবে, যাতে এটা কথার কথা না হয়। তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে।
সরকারের কাছে সহজ, স্বাভাবিক এবং সবার অংশগ্রহণে নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আর যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়েও কথা না রাখা হয়, স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনে যদি ঘাটতি থাকে, তাহলে আবার ভয়ংকর বিপদের মধ্যে পড়ে যাবে।
সোমবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক জামাল উদ্দিন জামালের লেখা ‘সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবন’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী এবং রাজনীতিবিদদের মধ্যে পার্থক্য আছে। খারাপ লোকও আছে, ভালো লোকও আছে। সেই ভালো লোকদের একজন হচ্ছেন লে. জে. মাহবুবুর রহমান।
তিনি বলেন, এটা কিন্তু প্রথম গণঅভ্যুত্থান না। আজকে যারা গণঅভ্যুত্থান করে ফ্যাসিজমের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করেছেন সেইসব মহান শহীদদের সালাম জানাই। তারা ক্ষণজন্মা মানুষ, তরুন, এ জাতির ভবিষ্যৎ। তারা জাতি পুনর্নির্মাণে নিজেদের উৎসর্গ করেছেন। অনেকে আহত হয়ে বিছানায় আছেন। তাদের সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারছি না। বারবার তারা রাস্তায় নেমে আসছেন। কিন্তু নব্বইয়ের যে ছাত্র-গণঅভ্যুত্থান তখন কিন্তু ৩০ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছিল। কিন্তু এখন কোথায় যেন আটকে যাচ্ছে বারবার।
তিনি আরও বলেন, বুঝছি সংকট বাড়ছে, বুঝছি এভাবে চলতে পারে না, বুঝছি এটা যদি বেশি টেনে নিয়ে যাই ষড়যন্ত্রকারীরা লাভবান হতে পারে। জানার পরও একটি সাধারণ নির্বাচন, জাতীয় নির্বাচন দেওয়া হচ্ছে না।
ছায়াবীথি প্রকাশনী আয়োজিত এই প্রকাশনা উৎসবের সভাপতিত্ব করেন সোসাইটি ফর পিস অ্যান্ড প্রগ্রেসের চেয়্যারম্যান আলবার্ট পি কস্টা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বইয়ের লেখক জামাল উদ্দিন জামালসহ আরও অনেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ