ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে তিন খাতে লেনদেন ৪৪ শতাংশ, শীর্ষে যে খাত

২০২৫ মার্চ ০৩ ১৪:৩৩:০৩
শেয়ারবাজারে তিন খাতে লেনদেন ৪৪ শতাংশ, শীর্ষে যে খাত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০৩ মার্চ) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফার্মা খাতের কোম্পানির শেয়ারে, যার ফলে খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে। এর পরবর্তী অবস্থানে রয়েছে বস্ত্র ও প্রকৌশল খাত।

স্টকনাও সূত্রে জানা যায়, আজ মোট লেনদেনের ৪৩ দশমিক ৯৫ শতাংশই এই তিন খাত থেকে এসেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ফার্মা খাতে মোট লেনদেন হয়েছে ৬৬ কোটি ১০ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ১৮.৩৯ শতাংশ। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৫৪ কোটি ৫৪ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির শেয়ার ৪ কোটি ৭৮ লাখ টাকার এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ৬ কোটি ৭৮ লাখ টাকার।

বস্ত্র খাতে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৩০ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ১৩.৪৪ শতাংশ। এখাতে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ১৫ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির শেয়ার ৩৩ কোটি ১৮ লাখ টাকার এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ৫ কোটি ৯৭ লাখ টাকার।

প্রকৌশল খাতে মোট লেনদেন হয়েছে ৪৩ কোটি ৫৬ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক ১২ শতাংশ। খাতটিতে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৫৩ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির শেয়ার ১৫ কোটি ৪৫ লাখ টাকার এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ৫ কোটি ৬৭ লাখ টাকার।

বিনিয়োগকারীদের আগ্রহের কারণে এসব খাতে লেনদেনের আধিপত্য বেড়েছে, যা সামগ্রিক বাজার প্রবণতায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে