ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
আইনশৃঙ্খলার উন্নয়নে যেসব সিদ্ধান্ত নিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ডুয়া ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে, এসব সিদ্ধান্তের বাস্তবায়ন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার (০২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হলো-
১. ৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে সারাদেশে বিশেষ অপারেশন চালিয়ে চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চোরা কারবারিদের ধরার প্রচেষ্টা চলছে।
২. আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং তাদের মনোবল শক্ত করতে পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ ও পাবলিক প্রসিকিউটরদের অংশগ্রহণে ‘মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
৩. আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা এবং সেনাবাহিনী কর্মকর্তারা প্রতিটি ঘটনার পরে গণমাধ্যমের মাধ্যমে প্রয়োজনীয় ব্রিফিং প্রদান করছেন।
৪. রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও তল্লাশিচৌকি স্থাপন এবং অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে। যৌথ বাহিনী টার্গেট এলাকায় জোরদার অভিযান চালাচ্ছে।
৫. রাজধানীসহ গুরুত্বপূর্ণ সড়কগুলিতে নৌবাহিনী এবং কোস্টগার্ডের অতিরিক্ত প্যাট্রোল নিয়োজিত করা হয়েছে।
৬. অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী, ডাকাত ও কিশোর গ্যাংদের গ্রেপ্তার করা হচ্ছে।
৭. থানাভিত্তিক সন্ত্রাসী তালিকা হালনাগাদ করা হয়েছে, এবং দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
৮. রাজধানীর আশপাশে বিশেষ করে টঙ্গী, বসিলা, কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
৯. পুলিশ সদস্যদের জন্য মোটরসাইকেল ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে যাতে দ্রুত অলিগলিতে টহল দেয়া যায়।
১০. মিথ্যা গুজব ও প্রোপাগান্ডার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সত্য তথ্য প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
১১. স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিতভাবে থানা, চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিদর্শন ও মনিটরিং করছেন।
১২. স্বরাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন এবং প্রশাসনিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
১৩. ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে চেকপোস্ট এবং টহল দলের কার্যক্রম নিয়মিতভাবে মনিটরিং করা হচ্ছে।
১৪. মামলা যাচাই-বাছাই করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে জেলা ও মেট্রোপলিটন পর্যায়ে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
১৫. জুলাই বিপ্লবের শহিদ পরিবারের মামলা নিয়মিত মনিটরিং করা হচ্ছে, যাতে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা যায়।
১৬. প্রতিটি আইনশৃঙ্খলা সংক্রান্ত ঘটনা গুরুত্ব সহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ব্রাজিল বনাম সেনেগাল: কবে, কখন-যেভাবে দেখবেন খেলাটি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা খাতের ১৮ কোম্পানি, দেখুন এক নজরে
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বস্ত্র খাতের ২১ কোম্পানি, দেখুন এক নজরে
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি