ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
সরকারি অবসরকালীন চাকরি আইন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য

ডুয়া নিউজ: পঁচিশ বছর চাকরিপূর্তিতে ঐচ্ছিক অবসর গ্রহণ ও অবসর প্রদানের বিধান সরকারি চাকরি আইন ২০১৮ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও বলবৎ হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
রোববার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত সিনেট অধিবেশনে চেয়ারম্যানের বক্তব্যে তিনি এ কথা উল্লেখ করেন। উপাচার্য জানিয়েছেন, সিন্ডিকেটের ২৬৩তম সভায় ৩ নভেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
ড. আমানুল্লাহ তাঁর উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর শিক্ষার গুণমান বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আনতে হবে। শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করতে কারিকুলাম যুগোপযোগীকরণ ও সংস্কারের কাজ শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষকের অভাব রয়েছে এবং এই ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান ও উন্নয়নের জন্য একটি স্বচ্ছ কর্মপরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
তিনি শহীদদের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, শহীদদের রক্তের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শহীদদের স্মৃতি রক্ষার্থে অধিভুক্ত কলেজসমূহে শিক্ষাবৃত্তি প্রদানের একটি ট্রাস্ট গঠন করা হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্মৃতিফলক নির্মাণ করা হবে এবং বিভিন্ন স্থাপনার নামকরণ শহিদ আবু সাইদ ও শহিদ মীর মুগ্ধ’র নামে করা হবে।
সিনেট অধিবেশনে আরো উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর-১ প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর-২ প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং সিনেট সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি