ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
স্ত্রীসহ অস্কারজয়ী হলিউড অভিনেতার মরদেহ উদ্ধার
ডুয়া ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে হলিউডের কিংবদন্তি অভিনেতা দম্পতি জিন হ্যাকম্যান (৯৫) ও বেটসি আরাকাওয়াকে (৬৩)। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকে এই মৃত্যুকে ‘কার্বন মনোক্সাইড বিষক্রিয়া’ বলে দাবি করছেন।
স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নিউ মেক্সিকোতে তাঁদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় হ্যাকম্যান, তাঁর স্ত্রী এবং তাঁদের কুকুরটিকে। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত করা হয়নি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সান্তা ফে নিউ মেক্সিকান। সান্তা ফে কাউন্টি শেরিফ আদান মেন্ডোজা নিশ্চিত করেছেন যে, ঘটনাটিতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সন্দেহ নেই।
নিউ মেক্সিকো পয়জন কন্ট্রোলের তথ্য অনুযায়ী, অঙ্গরাজ্যটিতে শীতকালে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার ঘটনা বেড়ে যায়। শীতের মাসগুলোয় মানুষ উষ্ণতার জন্য হিটার ও চুল্লির ওপর নির্ভর করে, যা বিষক্রিয়ার সম্ভাবনা বৃদ্ধি করে। ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে রাজ্যে ৭৩ জনের কার্বন মনোক্সাইড-সম্পর্কিত মৃত্যুর খবর পাওয়া গেছে।
তাদের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দ্রুত কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার দিকে ইঙ্গিত করতে শুরু করেছেন। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘জিন হ্যাকম্যান। শান্তিতে ঘুমাও কিংবদন্তি।’
আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “জিন হ্যাকম্যানকে নিয়ে চিন্তা করুন। এখন পর্যন্ত যা জানা গেছে, সেটি থেকে আমি ধরে নিচ্ছি এটি কার্বন মনোক্সাইড বা অন্য কোনো গ্যাস লিক।”
আরেকজন বলেছেন, “তারা বলছে কোনো খারাপ কাজ নেই, তবে যদি দুইজন এবং একটি কুকুর মারা যায়, তাহলে এটি কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার মতো মনে হচ্ছে। আমার আত্মীয়ও একই কারণে মারা গিয়েছেন, কারণ তিনি ভেবেছিলেন তাঁর গাড়ি বন্ধ ছিল এবং গ্যারেজটি বাড়ির সাথে সংযুক্ত ছিল। জিন হ্যাকম্যান ছিলেন একজন দুর্দান্ত অভিনেতা, তাঁর এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস