ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
যেকোনো প্রয়োজনে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
ডুয়া ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, "আমি আশা করি যে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের ওপর অর্পিত দায়িত্ব, সর্বোচ্চ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করবে। এই রেজিমেন্টের সদস্যরা দেশের যেকোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে।"
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের ৭ম 'কর্নেল অব দি রেজিমেন্ট' অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান।
তিনি আরও বলেন, "বাংলাদেশ সেনাবাহিনী আধুনিকায়িত হয়েছে। নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র সরঞ্জামাদি সংযোজন এবং উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। রেজিমেন্টের প্রতিটি সদস্যকে পেশাদার এবং প্রশিক্ষিত হিসেবে গড়ে তোলার জন্য আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।"
সেনাপ্রধান জানান, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১ সালের পর থেকে দায়িত্বশীলভাবে তাদের কর্তব্য পালন করে আসছে। তিনি আরও বলেন, "বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ২০২১ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হওয়ার পর অল্প সময়ের মধ্যে কঠোর পরিশ্রম, সময়োপযোগী পরিকল্পনা এবং দেশপ্রেমের দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে মর্যাদাপূর্ণ অবস্থানে এসেছে। রেজিমেন্টটি কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ২০১১ সালে জাতীয় পতাকা লাভের দুর্লভ সম্মান লাভ করেছে।"
এর আগে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম 'কর্নেল অব দি রেজিমেন্ট' হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অভিষিক্ত হন, এর মাধ্যমে তিনি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন।
অভিষেক অনুষ্ঠানে সেনাপ্রধান পৌঁছালে তাকে সামরিক রীতিতে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয় এবং একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর সেনাপ্রধানকে ‘কর্নেল র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানের পর সেনাপ্রধান ১৯তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে বক্তব্য দেন এবং রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশের-বিদেশের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি সকল সদস্যকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
এ অনুষ্ঠানে সেনাসদর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা খাতের ১৮ কোম্পানি, দেখুন এক নজরে
- ব্রাজিল বনাম সেনেগাল: কবে, কখন-যেভাবে দেখবেন খেলাটি
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বস্ত্র খাতের ২১ কোম্পানি, দেখুন এক নজরে
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি