ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২
পর্যটনকেন্দ্র সাজেকে আগুন; জানা গেল ক্ষয়ক্ষতির পরিমাণ
ডুয়া নিউজ : দেশের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র মেঘ-পাহাড়ের উপত্যকা রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯৫টি স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রের অবকাশ ম্যানুয়েল রিসোর্টসহ আশেপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।
প্রশাসন বলছে, আনুমানিক ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা। আগুনে ৩৫টি বসতবাড়ি পুড়ে যাওয়ায় চরম সংকটে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর ২০০ মানুষ। ফায়ার সার্ভিস বলছে, দুর্গম এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।
সাজেকের ইতিহাসের ভয়াবহতম অগ্নিকাণ্ডে রিসোর্ট, রেস্টুরেন্ট এবং দোকানের পাশাপাশি স্থানীয়দেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে রুইলুই পাড়ার একটি স্টোন গার্ডেনে আশ্রয় নিয়েছেন স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ, যারা ঘরবাড়ি হারিয়ে রাত কাটাচ্ছেন।
অগ্নিকাণ্ডে লুসাই জনগণের ১৬টি এবং ত্রিপুরা জনগণের ১৯টি বসতঘর পুড়ে গেছে। যদিও কিছু মালামাল ও আসবাবপত্র রক্ষা করতে পেরেছেন, তবুও তাদের ঘরবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। শেষ সম্বল হারানো এসব মানুষদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ ও দুশ্চিন্তা।
ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য এবং আশ্রয় প্রদানে সহায়তার হাত বাড়িয়েছেন সাজেকের রিসোর্ট মালিকেরা। স্থানীয় জনপ্রতিনিধিরা সরকারের পাশাপাশি বিত্তবানদের সহায়তায় এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। সাজেকের ইউপি সদস্য অনিত্য ত্রিপুরা বলেন, “সরকারের কাছে একটা আহ্বান, সরকার যেন এগিয়ে আসে।”
ফায়ার সার্ভিস বলছে, বেশিরভাগ রিসোর্ট কাঠের তৈরি হওয়ায় বাতাসে তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রিসোর্টে পর্যাপ্ত অগ্নিনির্বাপন সরঞ্জাম না থাকায় আগুন নেভানো যায়নি।
খাগড়াছড়ির ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলছেন, “প্রত্যেকটা দোকান-রিসোর্ট-ঘরবাড়িতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম থাকে। এখানে এমন ছিল না। এ কারণে শুরুতে নির্বাপণ করা যায়নি। তাতে ছড়িয়ে পড়ে আগুন।”
তবে, আগুনের সূত্র সম্পর্কে এখনও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। সাজেকে আগুনের ঘটনার তদন্তে রাঙামাটি জেলা প্রশাসন ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মনোস্পুল বিডি