ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
আইন প্রয়োগে বাধা দিলে যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা : ডিএমপি
ডুয়া নিউজ : রাজধানীতে যানযটের প্রধান কারণ হিসেবে ধরা হয় রিকশা ও প্রাইভেট কারকে। এবার যানজট নিরসনে রাজধানীতে উল্টোপথে যান চলাচল এবং অননুমোদিত সড়কে রিকশা চলাচল না করার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এতে বলা হয়, উল্টোপথে রিকশা চালকদের যেতে প্ররোচিত করলে এবং আইনি প্রয়োগে বাধা দিলে যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএমপি।
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীতে প্রায়ই দেখা যায় যে, রিকশা ও ব্যাটারিচালিত রিকশাগুলো (যেগুলি ঝুঁকিপূর্ণ) বিভিন্ন সড়কে উল্টোপথে চলাচল করে। বেশিরভাগ ক্ষেত্রে রিকশার যাত্রীরা রিকশা চালককে উল্টোপথে যেতে প্ররোচিত করেন। এছাড়া ঢাকা মহানগরীর প্রধান সড়কগুলো (যেসব সড়কে বাস চলাচল করে) এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো যেখানে রিকশা চলাচলের অনুমোদন নেই, সেসব সড়কেও রিকশা চলাচল করতে দেখা যায়। এই পরিস্থিতিতেও যাত্রীরা রিকশা চালকদের অননুমোদিত সড়কে প্রবেশ করতে প্ররোচিত করে থাকেন।
এতে আরও বলা হয়, উল্টোপথে এবং অননুমোদিত সড়কে রিকশা চলাচলের কারণে সড়ক পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটে। যার ফলে যানজট বৃদ্ধি পায় এবং মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। এছাড়া অনেক সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সহায়ক দলের সদস্যদের সঙ্গে অযাচিত বাকবিতণ্ডার ফলে সরকারি কাজের বাধা সৃষ্টি হয়। যার কারণে সংশ্লিষ্ট যাত্রী বা চালকের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল এবং সিএনজি চালিত অটোরিকশা উল্টোপথে চলাচল করতে দেখা যায়। উল্টোপথে চলাচলের কারণে সড়কে যানজট বৃদ্ধি পায় এবং সড়ক দুর্ঘটনা ঘটে। কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য উল্টোপথে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইন প্রয়োগ করার সময় অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট যাত্রী বা চালক আইন প্রয়োগে বাধা প্রদান করেন। এরকম পরিস্থিতিতে ফৌজদারি অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট যাত্রী বা চালককে গ্রেপ্তারপূর্বক আইন অনুযায়ী সোপর্দ করা হয়।
এছাড়াও অনেক সময় সরকারি যানবাহন ও বিভিন্ন পেশাজীবী পরিচয় বহনকারী যানবাহন (যেমন সরকারি দপ্তরের নামযুক্ত) উল্টোপথে চলাচল করে এবং অবিবেচনাপ্রসূতভাবে সড়কে গাড়ি পার্কিং করে যানজট বৃদ্ধি করে। সম্প্রতি সরকারি দপ্তরের কর্মকর্তা বা কর্মচারীরা উল্টোপথে চলাচলের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে পাঠানোর ঘটনা ঘটেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায় মহানগরীর রিকশা যাত্রী, চালক, মোটরসাইকেল চালক এবং সরকারি যানবাহন চালকসহ অন্যান্য চালকদের উল্টোপথে না চলাচল করার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়া যাত্রী সাধারণকে ঝুঁকিপূর্ণ এবং অননুমোদিত যানবাহনে ভ্রমণ না করার এবং উল্টোপথে অননুমোদিত সড়কে যান নিয়ে প্রবেশ করতে প্ররোচিত না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সহায়তাকারী গ্রুপ (TAG) এর সঙ্গে অযাচিতভাবে বাকবিতণ্ডা থেকে বিরত থাকার জন্যও সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
এসব নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছে ডিএমপি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি