ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
আওয়ামী লীগ নেতা–কর্মীদের নিয়ে বিশেষ পরিকল্পনায় নামছে পুলিশ

ডুয়া নিউজ: বাংলাদেশ পুলিশ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একটি ‘বিশেষ’ তালিকা প্রস্তুত করছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) এই তালিকা তৈরিতে কাজ করছে।
এই তালিকা তৈরির প্রধানতম লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করা এবং গ্রেপ্তার হওয়া আসামিদের জামিনের আইনি প্রক্রিয়ায় বাধা প্রদান করা।
তালিকায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল ফোনের নম্বর অন্তর্ভুক্ত থাকবে। এ ছাড়া, জামিনের বিরোধিতা করার জন্য প্রসিকিউশনের কাছে একটি পরিকল্পনা রয়েছে।
জুলাই থেকে আগস্টের মধ্যে সংঘটিত সহিংসতার ঘটনায় দেশে প্রায় ২ হজার ১০০টি মামলা দায়ের হয়েছে। গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এসব মামলা করা হয়েছে। এসব মামলার আসামির সংখ্যা ১ লাখ ২৫ হাজারের মতো। যাদের মধ্যে অনেকের বিরুদ্ধে হত্যার অভিযোগও রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের কাছে ‘গুরুত্বপূর্ণ মামলা’ হিসেবে চিহ্নিত ২৫০টি মামলার অন্তত ৭২১ জন আসামি জামিন পেয়েছেন। অন্যান্য জেলা ও মহানগরেও জামিনপ্রাপ্তদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের হারও কম।
পুলিশ সদর দপ্তর থেকে স্থানীয় এসপি ও মহানগর কমিশনারদের গ্রেপ্তার অভিযান জোরদার করতে বলা হয়েছে এবং পাবলিক প্রসিকিউটরের সাথে সম্মিলিতভাবে জামিনের বিরোধিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা আদালত সূত্রে জানা যায়, সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী নেতাদের মধ্যে কিছু ব্যক্তিও জামিনে মুক্তি পেয়েছেন। উদাহরণ হিসাবে বলা যায়, সাবেক হুইপ আ স ম ফিরোজ, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং সাবেক এমপি জোবেদা খাতুন পারুল।
রাজশাহী রেঞ্জের এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, থানা পর্যায়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সেভাবে কাজ করছে।
তবে পুলিশের সদরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মামলার আসামিদের খোঁজখবর নেওয়া এবং তালিকা তৈরি করা পুলিশ কর্তৃপক্ষের নিয়মিত কার্যক্রমের অংশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার