ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
১১ বার হজ করেছেন অভিনেতা এ টি এম শামসুজ্জামান, ইচ্ছা ছিল আরেকবার

ডুয়া ডেস্ক: বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)। ২০২১ সালের আজকের দিনে ৮০ বছর বয়সে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। যদিও সিনেমায় খল চরিত্রে অভিনয় করতেন তবে ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক। ১১ বার হজ পালনের পর আরও একবার হজে যাওয়ার ইচ্ছা ছিল তার। মৃত্যুর কিছু দিন আগে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি জানিয়েছিলেন, মক্কা ও মদিনার প্রতি তার গভীর প্রেম ছিল এবং সুস্থ থাকলে তিনি আরও একবার হজে যেতে চান তবে সেই ইচ্ছা পূর্ণ হয়নি।
এ টি এম শামসুজ্জামান ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্রজীবন শুরু হয় ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ ছবির সহকারী পরিচালক হিসেবে। তার প্রথম কাহিনি ও চিত্রনাট্য লেখা ছবি ছিল ‘জলছবি’। এরপর তিনি শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন।
অভিনয় জীবন শুরু হয় কৌতুক অভিনেতা হিসেবে তিনি বেশ কিছু সিনেমায় দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এর মধ্যে ছিল ‘জলছবি’, ‘যাদুর বাঁশি’, ‘রামের সুমতি’, ‘ম্যাডাম ফুলি’ ও ‘চুড়িওয়ালা’। পরে খল অভিনেতা হিসেবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। ১৯৭৬ সালে পরিচালক আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমার মাধ্যমে খল চরিত্রে অভিষেক হয় তার। এরপর তিনি বেশ কিছু জনপ্রিয় খল চরিত্রে অভিনয় করেছেন। যেমন: ‘অনন্ত প্রেম’, ‘দোলনা’, ‘অচেনা’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘হাজার বছর ধরে’ ও ‘চোরাবালি’।
এ টি এম শামসুজ্জামান অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বড় বউ’, ‘ওরা ১১ জন’, ‘লাঠিয়াল’, ‘নয়নমনি’, ‘অশিক্ষিত’, ‘সূর্য দীঘল বাড়ি’, ‘ছুটির ঘণ্টা’, ‘লাল কাজল’, ‘দায়ী কে?’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, ‘স্বপ্নের নায়ক’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘আমার স্বপ্ন তুমি’, ‘দাদীমা’, ‘ডাক্তার বাড়ি’, ‘চাঁদের মতো বউ’, ‘গেরিলা’, ‘লাল টিপ’ ইত্যাদি।
২০১৫ সালে শিল্পকলায় অবদানের জন্য তাকে ‘একুশে পদক’ প্রদান করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস