ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সচিব শূন্য সাত মন্ত্রণালয় ও বিভাগে রুটিন দায়িত্বে অতিরিক্ত সচিবরা

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ২০:৫১:২৪

সচিব শূন্য সাত মন্ত্রণালয় ও বিভাগে রুটিন দায়িত্বে অতিরিক্ত সচিবরা

ডুয়া ডেস্ক : সেতু, আইএমইডি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়সহ সাতটি দপ্তরে বর্তমানে সচিবের পদ শূন্য রয়েছে। এ কারণে এসব দপ্তরের কাজ এখন রুটিন দায়িত্বে চলছে বলে জানা গেছে।

এর আগে, পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন ৩১ ডিসেম্বর অবসর নেন, এরপর থেকে ড. সিতারা বেগম রুটিন দায়িত্বে রয়েছেন।

তবে, আর্থিক বা ক্রয় সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তার নেই, ফলে বর্তমানে ৭৬টি ফার্ম প্রকল্পের মূল্যায়ন কাজের মধ্যে নানা জটিলতা তৈরি হয়েছে।

এছাড়া, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবও নেই। এখানে অতিরিক্ত সচিব ড. মো. মইনুল হক আনছারী রুটিন দায়িত্ব পালন করছেন।

সেতু, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়েও সচিবের পদ শূন্য, এবং এসব দপ্তরের অতিরিক্ত সচিবরা দায়িত্ব পালন করছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত