ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
গরমে লোডশেডিং ছাড়াতে পারে ৩ হাজার মেগাওয়াট

ডুয়া নিউজ : বসন্তে কমতে শুরু করেছে শীতের আমেজ। দোরগোড়ায় উঁকি দিচ্ছে গ্রীষ্ম। আর এবারের গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা মাথায় রেখে গ্যাস, ফার্নেস অয়েল থেকে উৎপাদন বাড়ানো এবং আদানির কেন্দ্রের পুরো সক্ষমতা ব্যবহার করতে চায় সরকার। বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান বলছেন, “অতিরিক্ত তাপমাত্রাতেও লোডশেডিং থাকবে দেড় হাজার মেগাওয়াটের নিচে।”
যদিও বিশেষজ্ঞরা বলছেন, বকেয়া বিল, জ্বালানি সংকটসহ নানামুখী চাপে রয়েছে বিদ্যুৎ বিভাগ। তাদের শঙ্কা, এবার লোডশেডিং ছাড়াতে পারে ৩ হাজার মেগাওয়াট।
আসন্ন রমজানে দেশের বিদ্যুতের চাহিদা সাড়ে ১৫ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। তাদের দাবি, এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত থাকবে।
গ্রীষ্মকালে সেচ মৌসুম এবং অতিরিক্ত গরমের কারণে শীতাতপ যন্ত্রের ব্যবহারে বিদ্যুতের চাহিদা বাড়ে। গত বছর সর্বোচ্চ উৎপাদন ছিল ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট। তবে বেশিরভাগ সময় চাহিদা মেটানো সম্ভব হয়েছিল ১৫ হাজার মেগাওয়াটের মধ্যে। তখন লোডশেডিং থেকে দেশ মুক্ত ছিল ২ হাজার মেগাওয়াট। এবার গ্রীষ্মে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই চাহিদা মেটাতে আদানির ঝাড়খন্ড কেন্দ্র থেকে পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ চাওয়া হয়েছে। এছাড়া গ্যাস ও ফার্নেস ওয়েলভিত্তিক কেন্দ্রগুলোতে বেশি জোর দেওয়া হচ্ছে।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “আমরা ১৮ হাজার মেগাওয়াট চাহিদা ধরে আমরা কাজ করছি। কিন্তু আমাদের বিদ্যুৎ যেটা অ্যাভেইলেবল হবে, প্রাথমিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি ৭০০ থেকে ১ হাজার ৪০০ পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে।”
বিশেষজ্ঞরা বলছেন, “বেসরকারি খাতের কেন্দ্রগুলোর কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বড় অংকের বকেয়া। আদানি থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া বিল পরিশোধেও গতি কম। সেইসঙ্গে শিল্প, সার কারখানায় গ্যাস নিশ্চিত করে বিদ্যুতে সরবরাহ বাড়ানো সম্ভব নয় বলে মনে করছেন তারা।”
জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলেন, “এ বছর কতটা গরম পড়বে সেটাও আমরা জানি না। সবকিছু যদি আমাদের বিপক্ষে যায় তাহলে ডিমান্ড যা হবে তাতে আমি মনে করি সাংঘাতিক কষ্ট হবে এটা পূরণ করতে। সরকার তো নিজেই বলেছে দেড় হাজার মেগাওয়াট, আমার হিসেবে এটা ৩ হাজার মেগাওয়াট পর্যন্ত সময় সময় লোডশেডিং করতে হবে।”
লোডশেডিং এড়াতে গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা কমানোর জন্য শীতাতপ যন্ত্র ব্যবহারে গ্রাহকদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি
- স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এডিএন টেলিকমের নতুন পদক্ষেপ