ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
গরমে লোডশেডিং ছাড়াতে পারে ৩ হাজার মেগাওয়াট
ডুয়া নিউজ : বসন্তে কমতে শুরু করেছে শীতের আমেজ। দোরগোড়ায় উঁকি দিচ্ছে গ্রীষ্ম। আর এবারের গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা মাথায় রেখে গ্যাস, ফার্নেস অয়েল থেকে উৎপাদন বাড়ানো এবং আদানির কেন্দ্রের পুরো সক্ষমতা ব্যবহার করতে চায় সরকার। বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান বলছেন, “অতিরিক্ত তাপমাত্রাতেও লোডশেডিং থাকবে দেড় হাজার মেগাওয়াটের নিচে।”
যদিও বিশেষজ্ঞরা বলছেন, বকেয়া বিল, জ্বালানি সংকটসহ নানামুখী চাপে রয়েছে বিদ্যুৎ বিভাগ। তাদের শঙ্কা, এবার লোডশেডিং ছাড়াতে পারে ৩ হাজার মেগাওয়াট।
আসন্ন রমজানে দেশের বিদ্যুতের চাহিদা সাড়ে ১৫ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। তাদের দাবি, এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত থাকবে।
গ্রীষ্মকালে সেচ মৌসুম এবং অতিরিক্ত গরমের কারণে শীতাতপ যন্ত্রের ব্যবহারে বিদ্যুতের চাহিদা বাড়ে। গত বছর সর্বোচ্চ উৎপাদন ছিল ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট। তবে বেশিরভাগ সময় চাহিদা মেটানো সম্ভব হয়েছিল ১৫ হাজার মেগাওয়াটের মধ্যে। তখন লোডশেডিং থেকে দেশ মুক্ত ছিল ২ হাজার মেগাওয়াট। এবার গ্রীষ্মে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই চাহিদা মেটাতে আদানির ঝাড়খন্ড কেন্দ্র থেকে পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ চাওয়া হয়েছে। এছাড়া গ্যাস ও ফার্নেস ওয়েলভিত্তিক কেন্দ্রগুলোতে বেশি জোর দেওয়া হচ্ছে।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “আমরা ১৮ হাজার মেগাওয়াট চাহিদা ধরে আমরা কাজ করছি। কিন্তু আমাদের বিদ্যুৎ যেটা অ্যাভেইলেবল হবে, প্রাথমিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি ৭০০ থেকে ১ হাজার ৪০০ পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে।”
বিশেষজ্ঞরা বলছেন, “বেসরকারি খাতের কেন্দ্রগুলোর কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বড় অংকের বকেয়া। আদানি থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া বিল পরিশোধেও গতি কম। সেইসঙ্গে শিল্প, সার কারখানায় গ্যাস নিশ্চিত করে বিদ্যুতে সরবরাহ বাড়ানো সম্ভব নয় বলে মনে করছেন তারা।”
জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলেন, “এ বছর কতটা গরম পড়বে সেটাও আমরা জানি না। সবকিছু যদি আমাদের বিপক্ষে যায় তাহলে ডিমান্ড যা হবে তাতে আমি মনে করি সাংঘাতিক কষ্ট হবে এটা পূরণ করতে। সরকার তো নিজেই বলেছে দেড় হাজার মেগাওয়াট, আমার হিসেবে এটা ৩ হাজার মেগাওয়াট পর্যন্ত সময় সময় লোডশেডিং করতে হবে।”
লোডশেডিং এড়াতে গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা কমানোর জন্য শীতাতপ যন্ত্র ব্যবহারে গ্রাহকদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মনোস্পুল বিডি