ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২
উত্তরায় কোপানোর ঘটনায় নতুন মোড়; মূল হোতা যুবলীগ কর্মী!

ডুয়া নিউজ : এবার রাজধানীর উত্তরায় মেহেবুল-ইপ্তিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় নতুন মোড় নিয়েছে। নেক্কারজনক এ ঘটনায় জড়িত মূলহোতা ও কিশোর গ্যাং গ্রুপের প্রধান মেহেদী হাসান সাইফ যুবলীগ কর্মী বলে জানা গেছে।
এর আগে হামলার ঘটনায় সাইফসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া এ ঘটনায় ব্যবহৃত রামদা দুটিও উদ্ধার করেছে আইন-শ্রঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার হওয়া বাকিরা হলেন, মোবারক, রবি রায়, আলফাজ ও সজিব।
পুলিশ জানিয়েছে, আ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উত্তরা ৯ নম্বর সেক্টরের পার্শ্ববর্তী ঢাকা-আশুলিয়া মহাসড়ক সংলগ্ন পশ্চিম আব্দুল্লাহপুর এলাকার পাশে অবস্থিত তুরাগ নদী থেকে রামদা দুটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার সাইফ ও সজিবকে নিয়ে আব্দুল্লাহপুর খানবাড়ির অলি মুন্সির ৫ তলা ভবনের পেছনে থাকা তুরাগ নদী থেকে রামদা দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গ্রেফতার সাইফ ও সজিব আপন দুই ভাই। তারা আব্দুল্লাহপুর খান বাড়িতে ভাড়া থাকতো। তবে তাদের চলাফেরা ছিল বেপরোয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, “ওরা ছোটবেলা থেকেই উগ্র স্বভাবের। সাইফ যুবলীগের কর্মী।যুবলীগের মিটিং-মিছিলে যেত। উত্তরা ৯ নম্বর সেক্টরের যুবলীগ নেতা সোহেল ও মনিরুজ্জামানের অনুসারী সে। এ ছাড়া তার একটি কিশোর গ্যাং গ্রুপও রয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯নং রোডে মেহেবুল-ইপ্তি দম্পতিকে হামলা করার মূলহোতা হিসেবে সাইফ নামের এক যুবককে চিহ্নিত করা হয়েছে। সাইফ কিশোর গ্যাং গ্রুপের নেতৃত্ব দিচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন আলফাজ, যাকে শিশির নামেও পরিচিত। দুজনই রামদা হাতে এই হামলায় অংশ নেয়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, “আসামিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তারা নদীতে ধারালো অস্ত্রগুলো ফেলেছে। এই তথ্যের ভিত্তিতে আমরা স্থানটিতে অভিযান চালিয়ে রামদা উদ্ধার করেছি। ঘটনার সময় ব্যবহৃত তাদের মোটরসাইকেলও আটক করা হয়েছে।”
এই মামলার বাকি কার্যক্রমগুলো খুব দ্রুত সম্পন্ন হবে বলেও জানান ওসি।
প্রসঙ্গত, গত সোমবার উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকায় দিবাগত রাতে বিকট শব্দে বাইক চালানো ও রিকশাযাত্রীদের মারধরের প্রতিবাদ করায় উত্তরার বাসিন্দা মেহেবুল হাসান ও নাসরিন আকতার ইপ্তিকে রামদা দিয়ে কোপায় কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা। এ ঘটনায় ওই রাতেই উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন ভুক্তভোগী ওই দম্পতি। এরই মধ্যে গ্রেপ্তার মোবারক ও রবি রায়কে রিমান্ডে দিয়েছেন আদালত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার