ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় চক্রের সবাই গ্রেপ্তার

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৪:৪৬:০৫

উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় চক্রের সবাই গ্রেপ্তার

ডুয়া ডেস্ক: ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরে এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. মোবারক হোসেন (২৫), রবি রায় (২২), মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) এবং মেহেদী হাসান সাইফ (২৪)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে "বেপরোয়া" বাইক চালানোর প্রতিবাদ করায় একটি কিশোর গ্যাং এই দম্পতির ওপর হামলা চালায়। হামলায় জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, ১৭ই ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে মেহেবুল হাসান (৩৭) ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে (২৮) এলোপাতাড়ি কোপাতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোবারক হোসেন ও রবি রায়কে গ্রেপ্তার করে। আহত অবস্থায় দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় ওই দম্পতি কেনাকাটা করে বাসায় ফিরছিলেন। পথে দ্রুতগতির মোটরসাইকেল চালানো নিয়ে তাদের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং তাদের এলোপাথাড়ি কোপায়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে হামলাকারীদের ধারালো অস্ত্র দিয়ে দম্পতির ওপর হামলা করতে দেখা যায়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, আহত দম্পতি বর্তমানে শঙ্কামুক্ত। সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত