ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

তারেক রহমান

'দেশ বেঁচে থাকলে নতুন প্রজন্মকে ভালো দেশ উপহার দিতে পারব'

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ ফেব্রুয়ারি ১৮ ২৩:১২:২৩
'দেশ বেঁচে থাকলে নতুন প্রজন্মকে ভালো দেশ উপহার দিতে পারব'

ডুয়া নিউজ : নিজ কণ্ঠে ‘জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে দেশ বাঁচাও’ স্লোগান দিয়ে উত্তরাঞ্চলের মানুষের বাঁচা-মরার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে লন্ডন থেকে দ্বিতীয়বার ভার্চুয়ালি যুক্ত হয়ে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর এবং তিস্তা পাড়ের গণমানুষের উদ্দেশে এ স্লোগান দেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় রংপুর বিএনপি সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

তারেক রহমান বলেন, "দেশ বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকব। এই দেশ বেঁচে থাকলে নতুন প্রজন্মকে ভালো দেশ উপহার দিতে পারব। শপথ একটাই—জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে দেশ বাঁচাই’।"

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়। বাংলাদেশ একটি দল করতে পারবে। শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দল। বাংলাদেশ জাতীয়বাদী দল। সামনে জাতীয় নির্বাচন হবে, এই নির্বাচনের জন্য বহু মানুষ অপেক্ষায় রয়েছে। নির্বাচনের মাধ্যমে পছন্দের নেতৃত্বে সরকার গঠন করতে পারবে। একজন বিএনপির কর্মী হিসেবে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ, আপনাদের সমর্থন নিয়ে বিএনপি নির্বাচিত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরাই করব।"

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ শীর্ষক তিস্তা নদী রক্ষা আন্দোলনের দুই দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি এই কর্মসূচির আওতায় তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মেগা প্রকল্পের দ্রুত বাস্তবায়নের দাবিতে ব্যাপক প্রতিবাদ ও সচেতনতা বৃদ্ধি করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে ‘জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে দেশ বাঁচাও’ স্লোগান তুলে আন্দোলনের সমর্থকদের উজ্জীবিত করেন তারেক রহমান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত