ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২
চট্টগ্রামের কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের একাংশের

ডুয়া নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার তিন ইউনিটের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে।
আজ (মঙ্গলবার) বিকেল ৩টা থেকে নগরীর লালখানবাজার মোড়ে সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী আন্দোলনের একাংশের নেতারা।
মোড়ের এক পাশ অবরোধ করা হলেও অন্য পাশ দিয়ে যান চলাচল অব্যাহত রয়েছে। তবে এর প্রভাবে লালখান বাজারসহ আশপাশের এলাকাগুলোতে যানজট দেখা দিয়েছে। অবরোধকারীরা জানিয়েছেন, কমিটি বাতিল না হলে তারা সড়ক ছাড়বেন না।
এর আগে সোমবার দিবাগত রাতে ঘোষিত তিনটি কমিটি বাতিল না করা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেলকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছেন অবরোধকারীরা। তারা কেন্দ্রীয় কমিটিকে বিকেল ৩টা পর্যন্ত নতুন কমিটি গঠন করার জন্য আল্টিমেটাম দেন। তাদের দাবি, ৫০ থেকে ১০০ জন সদস্য নতুন কমিটি থেকে পদত্যাগ করেছেন।
আজ (মঙ্গলবার) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।
জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার জন্য আগামী ৬ মাসের কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিজাউর রহমানকে আহ্বায়ক এবং সরকারি সিটি কলেজের শিক্ষার্থী নিজাম উদ্দিনকে সদস্যসচিব করে ৩১৫ সদস্যের মহানগর কমিটি করা হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবাইর হোসেনকে আহ্বায়ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল ইসলামকে সদস্যসচিব করে ৩২৭ সদস্যের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি ঘোষণা করা হয়। এছাড়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াছির আরফিন চৌধুরীকে আহ্বায়ক এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. রইছ উদ্দিনকে সদস্যসচিব করে ১১২ সদস্যের চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠন করা হয়েছে। ৩টি কমিটিতে মোট ৭৫৪ জনের নাম রয়েছে। তবে আজ আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে যে, কমিটির অন্তত ৫০ থেকে ১০০ জন সদস্য পদত্যাগ করেছেন।
বিকেল ৩টার মধ্যে যদি তিনটি কমিটি বাতিল না করা হয় তবে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেইসঙ্গে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেলকে এই পরিস্থিতির দায় নিতে হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- বিকেল ৩টার মধ্যে কমিটি বাতিল, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের নাম-পরিচয় তিন দিনের মধ্যে প্রকাশ করা।
নতুন কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জোবায়রুল আলম, নগর কমিটির যুগ্ম আহ্বায়ক চৌধুরী সিয়াম ইলাহী এবং সংগঠক আবু বাছির নাঈম বক্তব্য রাখেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কমিটিতে সম্মুখযোদ্ধাদের স্থান দেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে নারী হেনস্তা এবং কিশোর গ্যাংকে সহযোগিতার মত গুরুতর অভিযোগ রয়েছে, তাদের নিয়ে একপাক্ষিক কমিটি গঠন করা হয়েছে। সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি এবং নারী সহযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার