ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠক আজ, গুরুত্ব পাবে যেসব বিষয়
ডুয়া ডেস্ক: গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে কিছুটা অবনতি হয়েছে। এই প্রেক্ষাপটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দ্বিবার্ষিক মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠকে অংশ নিতে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছে। ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর সঙ্গে এই বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
বৈঠকে বিএসএফ-এর মহাপরিচালক দালজিত সিং চৌধুরীর নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল আলোচনা করবেন।
এনডিটিভির তথ্যমতে, বিএসএফ সদর দফতরে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে সীমান্ত নিরাপত্তা, সীমান্ত অপরাধ দমন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনা করা হবে। এছাড়াও ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশের অভ্যন্তরে সক্রিয় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কার্যক্রম, বিএসএফ সদস্যদের ওপর হামলা এবং ভারতীয় নাগরিকদের ওপর আক্রমণ সহ বেশ কিছু বিষয় উত্থাপন করবে। সীমান্ত অবকাঠামো উন্নয়ন এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠকে সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং সীমান্তে বিশ্বাসের ঘাটতি দূর করার ওপর জোর দেওয়া হবে। দুই দেশের মধ্যে বিদ্যমান ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো সুসংহত করার বিষয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম ও মিজোরাম রাজ্যের সীমান্ত রয়েছে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রথম বৈঠক। ভারত মনে করছে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করেছে। এছাড়াও বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় ভারত উদ্বিগ্ন। এই বিষয়গুলো নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মনোস্পুল বিডি