ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২
নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন জুলাই আন্দোলনে আহতরা

ডুয়া নিউজ : নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন জুলাই আন্দোলনে আহতরা। চার ঘণ্টা শাহবাগ মোড় অবরোধের পর লং মার্চের ঘোষণা দিয়ে গুরুত্বপূর্ণ এই সড়ক ছেড়েছেন তারা। তবে কবে লং মার্চ করবেন, তারা সেই ঘোষণা দেননি। সবার সঙ্গে আলোচনা করে লং মার্চ কর্মসূচির তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন আহতরা।
এর আগে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার পর বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এ মোড় অবরোধ করেন জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে আহতরা। পরে সন্ধ্যা পৌনে ৭টায় তারা সড়ক ছেড়ে দেন।
এ বিষয়ে পুলিশের রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম বলেন, ‘লং মার্চ করবেন বলে ঘোষণা দিয়ে আহতরা সড়ক ছেড়ে দিয়েছেন। লং মার্চ কর্মসূচির তারিখ তারা পরে জানাবেন। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।’
অভ্যুত্থানে আহতদের দাবির মধ্যে আছে, আহতদের দুটি শ্রেণীতে ভাগ করে সহায়তার ব্যবস্থা করতে হবে। যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন, তাদের জন্য মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা প্রদান করা হবে এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
যারা আহত হওয়ার পর সুস্থ হয়ে কর্মক্ষম হয়ে উঠেছেন, তাদের জন্য ১৫ হাজার টাকা মাসিক ভাতা, এককালীন ভাতা এবং সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করা প্রয়োজন, যাতে তাদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা হলে সর্বোচ্চ শাস্তির বিধান থাকে।
এছাড়া, আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য একটি টোল-ফ্রি হটলাইন চালুর দাবি করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার