ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
বিজিবির কাছে দুঃখপ্রকাশ করে যে প্রতিশ্রুতি দিল বিএসএফ

ডুয়া ডেস্ক: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাঁচ কৃষককে মারধরের ঘটনায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বিজিবির তীব্র প্রতিবাদের পর বিএসএফ দুঃখ প্রকাশ করেছে এবং অভিযুক্ত সদস্যদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
১৫ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে ফুলবাড়ি উপজেলার গোরকমন্ডল সীমান্তে ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৪ নম্বর সাব পিলারের পাশে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল শাকিল আলম এবং বিএসএফের পক্ষে ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার অমিত কুমার।
পতাকা বৈঠকে লে: কর্নেল শাকিল আলম জানান, বাংলাদেশি কৃষকদের মারধরের ঘটনায় বিজিবি তীব্র প্রতিবাদ জানায়। বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না, এমন প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া জড়িত বিএসএফ সদস্যদের শাস্তি দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়।
বৈঠক শেষে বিজিবি ও বিএসএফের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার কৃষ্ণানন্দ বকসী সীমান্তে, ৯৩০ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৮ নম্বর সাব পিলারের কাছে কয়েকজন কৃষক তাদের কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা সীমান্ত পেরিয়ে এসে কৃষকদের গালিগালাজ করতে থাকে। কৃষকরা প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা লাঠি দিয়ে তাদের মারধর করতে শুরু করেন। এতে পাঁচ কৃষক আহত হন। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত