ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২
দুই মেয়েকে নিয়ে বিষপান করলেন বাবা

ডুয়া ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে ঋণের দায়ে জর্জরিত হয়ে এবং সংসারে অভাব-অনটন লেগেই থাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই কন্যাসন্তানকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছেন আবদুর রউফ (৩২) নামের এক বাবা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুর রউফ। এর আগে, তার দুই মেয়ে আয়েশা আখতার (৩) ও খাদিজা আখতারকে (৫) মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয়দের ও পুলিশের ভাষ্য অনুযায়ী, আবদুর রউফ চার সন্তানের জনক এবং পেশায় একজন মুদিদোকানি ছিলেন। সম্প্রতি তিনি গ্রামের এক ব্যক্তির কাছ থেকে সাত লাখ টাকা ঋণ নিয়ে মানসিক চাপে ছিলেন। এছাড়া সংসারে অভাব থাকায় প্রায়ই তাদের মধ্যে কলহ লেগে থাকত। ঘটনার দুই দিন আগে রউফের স্ত্রী তার এক বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। রউফ স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন এবং এ নিয়ে বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর গভীর রাতে আনুমানিক ৩টার দিকে রউফ ঘরে থাকা ইঁদুর মারার বিষ প্রথমে দুই মেয়েকে খাওয়ান এবং পরে নিজে পান করেন। তাদের উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে ভোররাতে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন এবং চিকিৎসাধীন অবস্থায় রউফও মারা যান।
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মঈন উদ্দিন চৌধুরী জানান, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আবদুর রউফ চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে দশটায় মারা যান। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রউফের ছোট ভাই সুজন মিয়া জানান, তার ভাই ঋণগ্রস্ত ছিলেন এবং সংসারে অভাব-অনটন ছিল। এ কারণে তার স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। সম্ভবত এ কারণেই তিনি তার সন্তানদের নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম জানান, ঋণের পাশাপাশি পারিবারিক অভাব-অনটনের কারণে রউফের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। তিনি আরও জানান, রউফ সম্ভবত বিদেশ যাওয়ার জন্য ঋণ নিয়েছিলেন। এই কারণে দুই সন্তানকে নিয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন