ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
সরকারের রাজনৈতিক স্বচ্ছতা দেখতে চায় বিশ্বব্যাংক
ডুয়া নিউজ : দীর্ঘকাল ধরেই বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক সংস্কারে সহযোগিতা করে আসছে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে সংস্থাটি বলছে, রাজনৈতিক রূপান্তরের এ সময়ে শাসনব্যবস্থা এবং স্বচ্ছতার উন্নতি জরুরি। এর মাধ্যমে একটি ন্যায্য বাংলাদেশের ভিত্তি স্থাপন হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সফর শেষ করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। সফর শেষে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মার্টিন রাইজার এসব কথা বলেন।
এ সময় দেশের অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।
এর আগে রাইজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করেছেন। সাক্ষাৎকালে তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং উন্নত জনসেবার ভিত্তি তৈরিতে অব্যাহত সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছেন।
মার্টিন রাইজার বাংলাদেশে বিশ্বব্যাংকের চলমান এবং পরিকল্পিত বিভিন্ন সহায়তা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। এ সময় তিনি বাংলাদেশের ন্যায্য ভিত্তি প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক রূপান্তরকালে শাসনব্যবস্থা এবং স্বচ্ছতার উন্নতির ওপর জোর দিয়েছেন।
তিনি বলেন, “স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাংক সরকারকে বিভিন্ন সংস্কারে যেমন, ব্যাংক রেজোলিউশন এবং সম্পদ পুনরুদ্ধার, কর নীতি এবং রাজস্ব সংগ্রহ, ক্রয় এবং নিরীক্ষণ এবং জাতীয় পরিসংখ্যানের মান এবং স্বাধীনতা জোরদার ইত্যাদিতে সহায়তা করছে।”
এই সংস্কারগুলি মধ্যমেয়াদে সমান সুযোগ তৈরি করতে এবং ব্যবসা ও জনগণের আস্থা বৃদ্ধিতে সহায়তা করবে বলেও জানান তিনি।
জ্বালানি খাতে চাপ কমাতে, একটি আধুনিক ও সুনির্দিষ্ট সামাজিক সহায়তা ব্যবস্থা তৈরি করতে এবং ঢাকায় ক্রমবর্ধমান বায়ু দূষণ মোকাবেলায় সহায়তা করার জন্য বিশ্বব্যাংকের নতুন ঋণ প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মনোস্পুল বিডি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নিয়মে আসছে যুগান্তকারী পরিবর্তন