ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
জুলাই হত্যাকাণ্ড : জাতিসংঘে ৯৫ জনের তালিকা দিয়েছে পুলিশ

ডুয়া ডেস্ক: জুলাই মাসের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) কাছে একটি তালিকা দিয়েছে বাংলাদেশ পুলিশ। তালিকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ ৯৫ জনের নাম রয়েছে। জাতিসংঘের প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এই তথ্যটি উঠে এসেছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের দেওয়া তথ্যানুসারে এই ৯৫ জন ব্যক্তি বিক্ষোভের সময় সহিংস হামলার জন্য নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিলেন। এদের মধ্যে ১০ জন সংসদ সদস্য, ১৪ জন স্থানীয় আওয়ামী লীগ নেতা, ১৬ জন যুবলীগ ও ১৬ জন ছাত্রলীগ নেতা এবং ৭ জন পুলিশ সদস্য ছিলেন।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর হাতে শিশুরা টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে। এছাড়াও শিশুরা অমানবিক পরিবেশে আটক থেকে নির্যাতন ও বিভিন্ন আপত্তিকর আচরণের শিকার হয়েছে। নারী ও মেয়েরাও নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা হামলার শিকার হয়েছেন।
প্রতিবেদনে বিশেষভাবে বলা হয়েছে যে, বিক্ষোভের শুরুতে নারীরা সামনের সারিতে থাকায় নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ সমর্থকরা তাঁদের ওপর মারাত্মকভাবে আক্রমণ চালায়। নারীরা যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন। যার মধ্যে লিঙ্গ-ভিত্তিক শারীরিক সহিংসতা ও ধর্ষণের হুমকি ছিল। কিছু ঘটনা বিশ্লেষণে দেখা গেছে যে, আওয়ামী লীগ সমর্থকরা যৌন নির্যাতনও চালিয়েছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং ছবি ও ভিডিও বিশ্লেষণ করে ওএইচসিএইচআর নিশ্চিত হয়েছে, বিক্ষোভ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের একটি দল পুলিশের সঙ্গে যৌথভাবে বা খুব কাছ থেকে সমন্বয় করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাজ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার