ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
নেতাদের ‘প্রটোকল’ দিতে পড়ার টেবিল থেকে ছাত্রদের তুলে আনার রাজনীতি আর চাই না
ডুয়া নিউজ: নেতাদের প্রটোকল দিতে যে ছাত্ররাজনীতি ছাত্রদের পড়ার টেবিল থেকে তুলে এনে মধুর ক্যানটিনে জড়ো করে, আমরা আর সেই ছাত্ররাজনীতি চাই না। ছাত্ররাজনীতি হতে হবে শিক্ষার্থীদের স্বার্থে, কোনভাবেই লেজুড়বৃত্তিক নয়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকার বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘ডায়ালগ ফর ডেমোক্রেসি’র আয়োজনে অনুষ্ঠিত এক নীতি সংলাপে ছাত্রনেতারা এসব মন্তব্য করেন।
সংলাপে অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদি।
অনুষ্ঠানটি শুরু হয় রাফিয়া রেহনুমা হৃদির বক্তব্যের মাধ্যমে। তিনি বলেন, আমরা পূর্বের ছাত্ররাজনীতির ভয়াবহ রূপ দেখেছি। এই রাজনীতির শিকার হয়ে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে।
ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু ছাত্ররাজনীতিকে উন্মুক্ত রাখার পক্ষে মতামত দেন। তিনি বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিআর (শ্রেণি প্রতিনিধি) নির্বাচন করে পরে সিআর কাউন্সিল গঠন করা যেতে পারে। তবে ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের প্রয়োজন আছে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বললেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি অবশ্যই থাকতে হবে, তবে তা লেজুড়বৃত্তিক নয়। যে ছাত্ররাজনীতি আমাদের পড়ার টেবিল থেকে সরিয়ে সন্তানদের প্রটোকল দিতে বাধ্য করে, সেটি আমাদের জন্য অগ্রাহ্য। বর্তমান দলীয় ছাত্ররাজনীতি শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করেছে।
ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, বিভিন্ন দেশে ছাত্ররাজনীতি গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হয়, কিন্তু আমাদের দেশে তা হয় না। আমাদের দেশে আদর্শের উল্টো রাজনীতির চর্চার হয়।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আখতার হোসেন ছাত্রলীগের নিপীড়নের বর্ণনা দেন। তিনি তাঁর অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, ফোন চেক করে আমার উপর হামলা হয়েছে। আমরা ওই ধরনের রাজনীতি চাই না। ছাত্ররাজনীতি অবশ্যই শিক্ষার্থীদের সেবায় ও তাদের অধিকারের জন্য হতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল-দেখুন সরাসরি
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন