ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশি ক্রিকেটার সোহেলীকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ ফেব্রুয়ারি ১১ ১৯:০০:৩১
বাংলাদেশি ক্রিকেটার সোহেলীকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি

ডুয়া ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলী আক্তারকে পাঁচ বছর ধরে সব ধরনের ক্রিকেট ও ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে।

জানা গেছে, ফিক্সিং সংক্রান্ত পাঁচটি ধারা ভঙ্গের কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)-এর কাছে সোহেলী তার দোষ স্বীকার করেছেন।

এই নিষেধাজ্ঞা ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। সোহেলী সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ২০২২ সালে, তবে ২০২৩ সালের নারী টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন তিনি।

২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ম্যাচের আগে বাংলাদেশ দলের কোনো এক ক্রিকেটারকে মুঠোফোনে ফিক্সিংয়ের বার্তা পাঠান এবং বড় অঙ্কের টাকার লোভ দেখান। ওই ক্রিকেটার অবশ্য অসাধু পথে পা নিয়ে দিয়ে আইসিসির দুর্নীতি দমন কমিশনকে জানায়।

অ্যান্টি করাপশনের যেসব বিধিগুলো লঙ্ঘনের কথা স্বীকার করেছেন সোহেলি—

২.১. ১ ধারায় ম্যাচ ফিক্সিং বা যেকোনো উপায়ে খেলার ফলাফল, অগ্রগতি, আচরণ বা অন্যান্য দিক অনৈতিকভাবে প্রভাবিত করা বা এর সঙ্গে জড়িত থাকা, যার মধ্যে ইচ্ছাকৃতভাবে খারাপ পারফরম্যান্স করাও অন্তর্ভুক্ত।

২.১. ১ ধারা লঙ্ঘনে আছে—ম্যাচ ফিক্সিং বা বাজি সংক্রান্ত উদ্দেশ্যে নির্দিষ্ট কোনো ঘটনা ঘটানোর জন্য ঘুষ বা অন্য কোনো পুরস্কার গ্রহণ, গ্রহণে সম্মতি প্রদান, প্রস্তাব করা বা গ্রহণের চেষ্টা করা।

২.১. ৪ ধারায় অন্য কোনো অংশগ্রহণকারীকে ওপরের যে কোনো বিধান লঙ্ঘনের জন্য প্ররোচিত করা, উৎসাহিত করা, নির্দেশনা প্রদান করা বা কোনোভাবে সহায়তা করা।

ধারা ২.৪. ৪, অ্যান্টি-করাপশন ইউনিটকে (এসিইউ) বিলম্ব না করে দুর্নীতির জন্য করা কোনো প্রস্তাব বা আমন্ত্রণের সম্পূর্ণ তথ্য জানাতে ব্যর্থ হওয়া।

ধারা ২.৪. ৭-এ আছে অ্যান্টি-করাপশন ইউনিটকে তদন্তে বাধা সৃষ্টি করা বা বিলম্ব করা, যার মধ্যে প্রাসঙ্গিক নথিপত্র বা অন্যান্য তথ্য গোপন করা, বিকৃত করা বা ধ্বংস করাও অন্তর্ভুক্ত।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত