ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
চাকরিচ্যুত ২২০০ পুলিশ সদস্যকে পুনর্বহালের দাবি
ডুয়া ডেস্ক : বিগত সরকারের আমলে চাকরি হারানো ২২০০ পুলিশ সদস্যকে পুনর্বহালের দাবি জানিয়েছে ‘ভিকটিম পুলিশ পরিবার’। একই সঙ্গে, ১ হাজার ৫২২ সদস্যের পুনর্বহাল নিয়ে প্রচারিত সংবাদকে মিথ্যা দাবি করে প্রতিবাদ জানায় সংগঠনটি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা তাদের দাবি তুলে ধরেন।
দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের ফলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে বাংলাদেশ পুলিশও রয়েছে অভিযোগ তুলে তারা বলেন, স্বৈরাচারী সরকারের আমলে প্রায় ২ হাজার ২০০ পুলিশ সদস্যকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়, যা বাহিনীর নিম্নপদস্থ কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে।
সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, সেই সময় পুলিশ বাহিনীর কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা বাহিনীকে নিয়ন্ত্রণে রাখতে তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়। বিভাগীয় তদন্তের নামে একতরফা নীতি অনুসরণ করা হয়, যেখানে স্বচ্ছতার কোনো সুযোগ দেওয়া হয়নি। এমনকি আদালতের একাধিক রায়ে নির্দোষ প্রমাণিত হওয়ার পরও চাকরিতে পুনর্বহাল করা হয়নি।
তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া রাজারবাগ পুলিশ হাসপাতালসহ অন্যান্য অননুমোদিত হাসপাতালে ডোপ টেস্ট করিয়ে অনেক পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়। যাদের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, তাদের প্রতিবেদন আমলে নেওয়া হয়নি। বরং যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, তারা অর্থ দিতে না পারায় চাকরি হারান।
সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করায় অনেক পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে বলেও দাবি করেন তাঁরা। পাশাপাশি, কিছু অসাধু কর্মকর্তা পরিকল্পিতভাবে মাদক ও অস্ত্র মামলায় ফাঁসিয়ে অনেককে বরখাস্ত করেছেন।
চাকরিচ্যুত পুলিশ সদস্যরা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন মানবিক বিবেচনায় চাকরি পুনর্বহালের আদেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি। বরং পূর্ববর্তী সরকারের কিছু কর্মকর্তা আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছেন। অনেকে মামলা দায়ের করতে ভয় পেয়েছেন বা হুমকির সম্মুখীন হয়েছেন।
তারা অভিযোগ করেন, পিআরবি ৮৮৪ প্রবিধান অনুসারে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ক্ষমতা থাকলেও চাকরি পুনর্বহালের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানান, তারা যেন সব সুযোগ-সুবিধাসহ পুনর্বহাল হন এবং বাহিনীর ভেতর থেকে স্বৈরাচারী সরকারের দোসরদের অপসারণ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—‘ভিকটিম পুলিশ পরিবার’-এর সমন্বয়ক এসআই মামুন, এসআই জাকারিয়া, মুখপাত্র এএসআই তৌহিদ মণ্ডল, ভারপ্রাপ্ত সমন্বয়ক এএসআই সাইফুল, সমন্বয়ক কনস্টেবল সাদ্দাম হোসেন, কনস্টেবল আরাফাতসহ আরও অনেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন-কোথায়, দেখুন সময়সূচি