ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
৩০ দেশের প্রবাসী কমিটি ঘোষণা জাতীয় নাগরিক কমিটির

ডুয়া নিউজ: বিশ্বের চারটি মহাদেশ এবং ৩০টি দেশের প্রবাসী কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (০৯ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটির সভায় সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হকের উপস্থিতিতে এসব কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির লক্ষ্য হলো প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা, যা দেশের সাথে তাদের অর্থনৈতিক, শিক্ষামূলক এবং সাংস্কৃতিক সংযোগকে আরও মজবুত করবে।
এছাড়া, সরকারী প্রচেষ্টার পাশাপাশি, পাচার হওয়া অর্থ ফেরত আনার কর্মসূচি গ্রহণে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দেশের বিনিময়কে সহজতর করতে এই কমিটি কাজ করবে। এছাড়া, জুলাই মাসের গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকারের নিশ্চয়তার জন্যও কাজ করবে।
প্রবাসী নাগরিক কমিটিতে ৭৫ জন সদস্য স্থান পেয়েছেন, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আব্দুর রাকীব সামি, আবু সালমান মুরাদ, আল আমিন, দেওয়ান সাহাব-উদ্দীন, ফারিয়া ফাহি, ইমা ইসলাম, খালিদ ইয়াহইয়া, হাশানুল বান্না এবং আরও অনেকেই।
প্রেস ব্রিফিংয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে প্রবাসীদের অবদান উল্লেখযোগ্য ছিল এবং এই নতুন কমিটি সেই শক্তির একটি সম্প্রসারণ। সদস্যরা কেবল প্রবাসে বসে দেশের জন্য চিন্তা করেন না, বরং কাজ করতেও প্রস্তুত।
তাসনিম জারা আরও বলেন, এই কমিটিতে বিভিন্ন পেশায় দক্ষ ও প্রতিভাবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা বাংলাদেশ পুনর্গঠনে সচেষ্ট।
এছাড়া, এহতেশাম হক প্রবাসীদের মধ্যে 'রিভার্স ব্রেইন ড্রেইন' আন্দোলন শুরুর অনুরোধ জানান, যাতে প্রবাসী বাংলাদেশিরা তাদের জ্ঞান ও দক্ষতা দেশটির উন্নয়নে কাজে লাগান।
কমিটি গঠনের প্রক্রিয়ায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্যসহ অন্যান্য সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস