ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
মৃত্যুর ২০৪ দিন পর জুলাই আন্দোলন শহীদের মরদেহ উত্তোলন

ডুয়া নিউজ : জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরার বনশ্রীতে গুলিবিদ্ধ হয়ে নিহত লন্ড্রি ব্যবসায়ী মো. মোসলেহ উদ্দিনের (৩৫) মরদেহ উত্তোলন করা হয়েছে। মৃত্যুর ২০৪ দিন পর কবর থেকে তার লাশ উত্তোলন করেছে পুলিশ।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) পূর্ব রামপুরার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করে বিকেলে দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
নিহত মোসলেহ উদ্দিনের স্ত্রী নাসরিন আক্তার জানান, তার স্বামী মো. মোসলেহ উদ্দিনের লন্ড্রির দোকান ছিল। গত ১৯ জুলাই দুপুরে বাসায় ফেরার পথে বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। তখন তারা মরদেহ বিনা ময়নাতদন্তে দাফন করেছিলেন। তবে পরবর্তীতে রামপুরা থানায় মামলা হওয়ায় আজ (শনিবার) দুপুরে আদালতের নির্দেশে পুলিশ পূর্ব রামপুরার কবরস্থান থেকে তার স্বামীর মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
নাসরিন আক্তার বলেন, তার ১০ বছরের একটি ছেলে রয়েছে। আর ২২ দিন আগে একটি কন্যা সন্তান হয়েছে।
মোসলেহ উদ্দিন ভোলার লালমোহন উপজেলার গজারিয়া পাঙ্গাসিয়া গ্রামের আব্দুল হানিফের ছেলে। তিনি পরিবার নিয়ে রামপুরার জাকের রোড এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পূর্ব জোনের পরিদর্শক মো. আমির হোসেন জানান, গত বছরের ১৯ জুলাই দুপুর ২:৩০টার দিকে রামপুরার বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হয়ে মোসলেহ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয়। এ ব্যাপারে রামপুরা থানায় একটি মামলা দায়ের হয়। মামলা তদন্তের জন্য আদালতের আদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ উদ্দিন মিয়ার নির্দেশে পূর্ব রামপুরার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার