ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

পুলিশের এক ডিআইজিসহ তিন এসপি আটক

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ২০:৫৯:৪০
পুলিশের এক ডিআইজিসহ তিন এসপি আটক

ডুয়া নিউজ: বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি এবং তিনজন পুলিশ সুপারকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে নিয়ে আসা হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয় শনিবার দুপুরের পর।

একইদিন রাজশাহী সারদা একাডেমিতে সংযুক্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল‍্যা নজরুল ইসলামকে আটক করা হয়। রাজশাহী জেলা পুলিশ একাডেমির সহায়তায় তাকে আটক করে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে পাঠানো হয়।

এছাড়া, একইদিন রংপুর রেঞ্জের পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকেও আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ সূত্র বলছে, আটক ডিআইজি মোল‍্যা নজরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটনের সাবেক কমিশনার এবং ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে খুন, গুম এবং অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

বিসিএস ২৭ ব্যাচের কর্মকর্তা আবুল হাসনাত বাগেরহাটের পুলিশ সুপার থাকাকালীন ২০২৪ সালের নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যের কারণে সমালোচনার সম্মুখীন হন।

পুলিশ সুপার আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটে এসপি থাকাকালীন নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শক্তি প্রয়োগের অভিযোগে অভিযুক্ত হন। এর আগে সিটি টিসিতে পুলিশ সুপার থাকাকালীন তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোরও অভিযোগ রয়েছে।

আর ২৫ ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান নোয়াখালী জেলার পুলিশ সুপার ছিলেন এবং নির্বাচনের পর বৈষম্যবিরোধী আন্দোলনে শক্তি প্রয়োগের কারণে ব্যাপক সমালোচিত হন।

জানা গেছে, গত জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত রাখা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, নজরুল সহ আরো কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে