ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
ঢাকায় অফিস কার্যক্রম শেষ করলেন ইউএসএআইডি কর্মকর্তারা
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির (USAID) কর্মকর্তারা ঢাকায় তাদের কার্যক্রম শেষ করেছেন। গতকাল বৃহস্পতিবার ৬০-৭০ জন কর্মকর্তা শেষ অফিস করেন এবং তাদের দেশে ফিরতে বলা হয়েছে। নতুন প্রশাসন ইউএসএআইডিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করার পরিকল্পনা নিয়েছে এবং এর ফলে বিশাল পরিমাণে তহবিল স্থগিত করা হয়েছে।
গত ২০ জানুয়ারি ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন ইউএসএআইডির বিশ্বব্যাপী তহবিল স্থগিত করে এবং ইউএসএআইডির ওয়েবসাইটও বন্ধ করে দেয়। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প, যেমন খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং মানবিক সহায়তা কার্যক্রমেও স্থবিরতা দেখা দিয়েছে। এতে করে বাংলাদেশে কর্মরত হাজার হাজার উন্নয়নকর্মী অনিশ্চয়তার সম্মুখীন হয়েছেন।
ঢাকার কর্মকর্তাদের পরিচয়পত্র অকার্যকর করা হয়েছে এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রম ও চাকরি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইউএসএআইডি’র আওতাধীন প্রকল্পগুলোতে অন্তত ২০ হাজার পেশাদার কাজ করেন এবং দেশের উন্নয়ন প্রকল্পগুলির উপর এই সিদ্ধান্তের প্রভাব গভীরভাবে পড়বে।
বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে কারিগরি সহায়তায় দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে এবং কূটনৈতিক উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে এবং বাংলাদেশের অবস্থান স্পষ্ট করতে হবে।
প্রসঙ্গত, ২০২৩ সালে বাংলাদেশে ইউএসএআইডির অর্থ সহায়তার পরিমাণ ছিল ৩৩৬.৭ মিলিয়ন ডলার, যা পাকিস্তান ও ভারত থেকেও বেশি। তবে উন্নয়নকর্মীরা বলছেন, অব্যাহত অনিশ্চয়তার কারণে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন-কোথায়, দেখুন সময়সূচি