ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
শাওনের সাম্প্রতিক বিতর্কিত কিছু কর্মকাণ্ড
ডুয়া নিউজ : গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) তাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ড ও রাষ্ট্রীয় ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
শাওন তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় রাষ্ট্রীয় ষড়যন্ত্র করার জন্য পোস্ট দিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। এদিকে শাওনকে আওয়ামী লীগে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নেটিজেনদের ধারণ, তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রে যুক্ত করার জন্য এমন দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, সম্প্রতি এ অভিনেত্রী জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে ‘সময়রেখা’ নামে এক অ্যালবামে উসকানিমূলক বিভিন্ন পোস্ট দিয়েছেন। এরপর সেগুলো থেকে অনেক পোস্ট ডিলিটও করেছেন।
সর্বশেষ গতকাল বুধবার (০৫ আগস্ট) শেখ হাসিনার লাইভে আসার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের পক্ষ থেকে ধানমন্ডিতে কর্মসূচি দিলে শাওন লেখেন, ‘বাচ্চারা এত্ত ভয় পেয়েছে?’ যগিও পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পরে তা ডিলিট করে দেন। তার আগেই ভাইরাল হয়ে যায় পোস্টটি। অনেকেই তার কর্মকাণ্ডের সমালোচনা করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের একটি পোস্ট শেয়ার করে শাওন লেখেন, দিব্যি দিয়ে বলছি আজকের শেষ পোস্ট। দায়িত্বশীল পদে থাকা ভদ্রলোকটির কাছ থেকে শেখার অনেক কিছু আছে।
প্রেস সচিবের আরেকটি পোস্ট শেয়ার করে লেখেন, ‘দায়িত্বশীল পদে থাকা ভদ্রলোকটি নিজের ভুল বুঝতে পেরে তার ডাস্টবিন মার্কা রুচির পোস্টটা মুছে দিলেও ৪ বছর আগে করা এই পোস্ট মুছতে ভুলে গেছেন। বুঝলাম গত ১৫ বছর উনি কোথায় ছিলেন।’
আওয়ামী লীগপন্থি এ অভিনেত্রী দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
তার মা, তহুরা আলী আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে ১৯৯৬-২০০১ এবং ২০০৯-২০২৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ