ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২
সংশোধিত বাজেটে নতুন বেতন কাঠামোর প্রস্তুতি সরকারের
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো সংস্কারের উদ্যোগ এবার বাস্তব রূপ পেতে যাচ্ছে। সংশোধিত বাজেটে নতুন পে-স্কেল কার্যকরের প্রস্তুতি হিসেবে সরকার বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে এক লাখ ৬ হাজার ৬৮৪ কোটি টাকা নির্ধারণ করেছে, যা আগের তুলনায় প্রায় ২২ হাজার কোটি টাকা বেশি।
অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সীমিত পরিসরে কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকে। এ লক্ষ্যে চলতি মাস থেকেই আংশিক বাস্তবায়নের জন্য বাজেটে অতিরিক্ত অর্থ সংযুক্ত করা হয়েছে।
বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পরবর্তী নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।
এদিকে ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা সামান্য কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। এতে পরিচালন ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৬৩ হাজার কোটি টাকা, তবে উন্নয়ন খাতের বরাদ্দ কমিয়ে ২ লাখ কোটি টাকা করা হয়েছে।
সরকারি ব্যয়ের এই পুনর্বিন্যাসের পেছনে ঋণের সুদ পরিশোধ, ভর্তুকি খাতে বাড়তি ব্যয় এবং ব্যাংক একীভূতকরণ সংক্রান্ত খরচ বৃদ্ধি বড় ভূমিকা রেখেছে বলে জানা গেছে।
পে-কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, চলতি সপ্তাহের মধ্যেই প্রতিবেদনটি সরকারের কাছে হস্তান্তর করা হবে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রতিবেদন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই নতুন পে-স্কেল কার্যকরে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হবে।
দীর্ঘদিন ধরে বেতন ও ভাতা কাঠামোর সংস্কারের দাবিতে অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্তকে বড় ধরনের স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- রোববার দর পতনের শীর্ষ কোম্পানির ভেতরের গল্প
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল