ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহ বাংলাদেশের
ডুয়া ডেস্ক: বাংলাদেশ আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে উভয় দেশের মধ্যে গঠিত জ্বালানি বিষয়ক কর্মগোষ্ঠীর অবিলম্বে কাজ শুরু করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আলজেরিয়ায় অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে (এফওসি) এই সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং আলজেরিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব লুসেন ম্যাগ্রামানে।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক, যেমন রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক সহযোগিতা, পর্যালোচনা করে। তারা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের ওপর সন্তুষ্টি প্রকাশ করেছেন। গত তিন বছরে দুই দেশের মধ্যে ৬ থেকে ২২টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বেড়েছে।
বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব আলজেরিয়ায় পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস