ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

নির্বাচন ও গণভোট দেশের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল: অর্থ উপদেষ্টা

২০২৬ জানুয়ারি ১৬ ২৩:৪০:৪৪

নির্বাচন ও গণভোট দেশের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের জন্য অত্যন্ত ‘ক্রিটিক্যাল’ বা সন্ধিক্ষণ। এই নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে দেশের মানুষের পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ও গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘সুপার ক্যারাভান’ (ভোটের গাড়ি)-এর মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "অতীতে দেশে অনেক নির্বাচন হয়েছে, কিন্তু এবারের নির্বাচনটি ভিন্ন গুরুত্ব বহন করে। আমরা যেমন একটি স্বচ্ছ নির্বাচন চাই, তেমনি বিদেশিরাও এই প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছেন। নির্বাচনের পাশাপাশি দেশের মৌলিক সংস্কারগুলো স্থায়ী করতে গণভোটের গুরুত্ব অপরিসীম। দেশের মঙ্গলের জন্য আমি সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই।"

সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, "বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের কল্যাণে অনেকগুলো ইতিবাচক উদ্যোগ ও সংস্কার কাজ শুরু করেছে। আমরা চাই এগুলো যেন মাঝপথে থেমে না যায়। অতীতে দেখা গেছে, এক সরকার কিছু করলে পরবর্তী সরকার এসে তা বাতিল করে দেয়। আমরা আশা করি, ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে, তারা দেশের স্বার্থে এসব সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাবে।"

তিনি আরও বলেন, বাংলাদেশের সম্ভাবনা অনেক। আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম। তবে এ দেশের মানুষ যথেষ্ট সচেতন এবং দেশের কল্যাণে তারা সঠিক সিদ্ধান্তই নেবে বলে তিনি বিশ্বাস করেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ নয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, সশস্ত্র বাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত