ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

গণভোট প্রশ্নে সরকারের অবস্থান ব্যাখ্যা করলেন প্রেস সচিব

২০২৬ জানুয়ারি ১৬ ১৪:৫৭:২১

গণভোট প্রশ্নে সরকারের অবস্থান ব্যাখ্যা করলেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট নিয়ে যাঁরা নেতিবাচক মন্তব্য করছেন, তাঁরা বিষয়টি গভীরভাবে বোঝেন না। তাঁর মতে, গণভোট একটি বৈশ্বিক গণতান্ত্রিক প্রক্রিয়া এবং এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।

শুক্রবার (১৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.)-এর মাজার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, বিশ্বের প্রায় সব দেশেই সরকার গণভোট বিষয়ে স্পষ্ট অবস্থান নেয়। বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের পক্ষে রয়েছে এবং দীর্ঘদিনের অপশাসনের অবসান ঘটাতে চায়। তিনি বলেন, “দেশে আর যেন শেখ হাসিনার মতো কেউ দৈত্য-দানবে পরিণত হতে না পারে, সে জন্যই আমরা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছি।”

তিনি আরও বলেন, চুরি-দুর্নীতি বন্ধ করতে হলে গণভোটে হ্যাঁ ভোট দেওয়া ছাড়া বিকল্প নেই। ব্যাংকিং খাত থেকে বিপুল অর্থ লুটপাট করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই ক্ষতির দায়ভার এখন বর্তমান সরকারের ওপর এসে পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার নির্বাচন নিয়ে প্রকাশিত আশঙ্কা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, তাঁর উদ্বেগের কোনো বাস্তব ভিত্তি নেই। শফিকুল আলমের ভাষায়, এই সরকার নিরপেক্ষ এবং কোনো ব্যক্তি বা দলের প্রতি পক্ষপাতিত্ব করে না। কাজের মাধ্যমেই সে প্রমাণ দেওয়া হবে।

নির্বাচন ঘিরে কোনো ধরনের শঙ্কার অবকাশ নেই উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত কেবিনেট বৈঠকেও এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, আসন্ন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর। নিরাপত্তা ব্যবস্থাসহ নির্বাচন পরিচালনার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রিটার্নিং অফিসার ও পোলিং অফিসারদের প্রয়োজনীয় কার্যক্রমও শেষ পর্যায়ে রয়েছে।

এ সময় আখাউড়া উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি মাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ-উল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ উল্লেখযোগ্য।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত