ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

গাজীপুরে মাছের জালে উঠে এল ককটেলভর্তি ব্যাগ, এলাকায় আতঙ্ক

২০২৬ জানুয়ারি ১৬ ১৩:১০:১১

গাজীপুরে মাছের জালে উঠে এল ককটেলভর্তি ব্যাগ, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের পুকুরে মাছ ধরতে গিয়ে জালের সঙ্গে উঠে এসেছে বেশ কয়েকটি ককটেল।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা বাজার এলাকায় অবস্থিত পিয়ার আলী কলেজের পুকুরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তিন মাছ ব্যবসায়ী পিয়ার আলী কলেজের পুকুরে জাল টেনে মাছ ধরার সময় একটি ভারী ব্যাগ তাদের জালে আটকে যায়। ব্যাগটি উপরে তোলার পর সেটির ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পান জেলেরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন।

খবর পাওয়ার পরপরই শ্রীপুর থানা পুলিশ, পোড়াবাড়ি র‍্যাব ক্যাম্পের সদস্য এবং সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করার জন্য ইতোমধ্যেই বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের তলব করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "পুকুরের মাছ ধরার জাল থেকে একটি ব্যাগভর্তি বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। আমাদের টিম সেখানে রয়েছে এবং ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। এই ব্যাগটি সেখানে কীভাবে এল, তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

বর্তমানে যৌথ বাহিনী পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত