ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
বরিশাল-৩ আসন
তারেক রহমানের নির্দেশে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন প্রভাবশালী বিএনপি নেতা ও মুলাদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সত্তার খান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তার মনোনয়নপত্র ও নির্বাচন কমিশনে দাখিল করা আপিল আবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে দেওয়া এক বিবৃতিতে আব্দুস সত্তার খান নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মূলত দেশ ও এলাকার মানুষের সেবা করার উদ্দেশ্যেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু দলের ঐক্য ও চেইন অব কমান্ড বজায় রাখতে তিনি তারেক রহমানের নির্দেশনা মেনে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে সত্তার খান বলেন, "আমি শহীদ জিয়ার আদর্শের একজন নিবেদিত কর্মী। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যক্তিস্বার্থের চেয়ে দলের সংহতি ও ঐক্য আমার কাছে অনেক বড়। তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে আমি আমৃত্যু কাজ করে যাব।"
উল্লেখ্য, আব্দুস সত্তার খান মুলাদী উপজেলা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সদস্য। তিনি ইতিপূর্বে মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। শুরুতে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করলে তিনি নির্বাচন কমিশনে আপিল করেছিলেন।
সরে দাঁড়ানোর এই ঘোষণার ঠিক আগের দিন অর্থাৎ গত বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন আব্দুস সত্তার খান। সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করার পর থেকেই তার প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় আসে। অবশেষে আজ তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম