ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

ট্রেনের টিকিট কিনতে নতুন নির্দেশনা রেলওয়ে কর্তৃপক্ষের

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৮:৫১:১০

ট্রেনের টিকিট কিনতে নতুন নির্দেশনা রেলওয়ে কর্তৃপক্ষের

ডুয়া নিউজ: যমুনা নদীর ওপর নির্মিত ‘বঙ্গবন্ধু রেলসেতু’র নাম পরিবর্তন করে ‘যমুনা রেলসেতু’ রাখা হয়েছে। এ পরিবর্তনের ফলে সেতুর দুপাশের দুটি স্টেশনও নতুন নাম পেয়েছে। পূর্বের স্টেশনটি এখন ‘ইব্রাহিমাবাদ’ এবং পশ্চিমের স্টেশনটি ‘সায়দাবাদ’ নামে পরিচিত। এই পরিবর্তনের কারণে টিকিট কেনার ক্ষেত্রে কোনো ধরণের বিড়ম্বনা এড়ানোর জন্য বাংলাদেশ রেলওয়ে ও রেলসেবা অ্যাপে সংশ্লিষ্ট তথ্য আপডেট করা হয়েছে।

রেলসেবা অ্যাপে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের দুটি স্টেশনের নাম (বঙ্গবন্ধু সেতু পূর্ব ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম) পরিবর্তিত হয়েছে।

এর ফলে নির্দেশনা অনুযায়ী, যাত্রীরা বঙ্গবন্ধু সেতু পশ্চিমের পরিবর্তে ‘সায়দাবাদ’ এবং বঙ্গবন্ধু সেতু পূর্বের পরিবর্তে ‘ইব্রাহিমাবাদ’ নাম ব্যবহার করে ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিট ক্রয়ের জন্য অনুসন্ধান করতে পারবেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত