ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বিদেশে কর্মী যাওয়া কমলেও নারীদের আগ্রহ বেড়েছে

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৪:৫২:২৯
বিদেশে কর্মী যাওয়া কমলেও নারীদের আগ্রহ বেড়েছে

ডুয়া নিউজ : গত বছর বাংলাদেশ থেকে বিদেশগামী অভিবাসী কর্মীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ত‌বে বিদেশ গমনেচ্ছু নারী কর্মীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) নিবন্ধনের সংখ‌্যা বেড়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর এক‌টি হোটে‌লে ডিজিটাল অভিবাসন প্ল্যাটফর্ম আমি প্রবাসীর বার্ষিক প্রতিবেদন ২০২৪-এ এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হ‌য়ে‌ছে, ২০২৪ সা‌লে ১০ লাখ ৯১ হাজার ৪৬ জন বাংলাদেশি কর্মী বিদেশে গে‌ছেন। ২০২৩ সালে এ সংখ‌্যা ছিল ১৩ লাখ ৯০ হাজার ৮১১ জন। অর্থাৎ বছর ব্যবধানে বিদেশে কর্মী যাওয়ার সংখ‌্যা ক‌মে‌ছে ২৭.৪ শতাংশ। তবে এই নিম্নগামী ধারার মধ্যেও ইতিবাচক বিষয় হলো বিদেশে নারী কর্মী যাওয়ার জন্য বিএমইটিতে নিবন্ধনের সংখ্যা বেড়েছে। অর্থাৎ বিদেশে যেতে নারীদের আগ্রহ বেড়েছে।

২০২৩ সালের তুলনায় গত বছর বিএমইটি নিবন্ধনে নারীদের অংশগ্রহণ বেড়েছে দ্বিগুণেরও বেশি। ২০২৩ সালে মোট বিএমইটি নিবন্ধনে নারী অভিবাসীদের নিবন্ধনের হার ছিল ২.৭৮ শতাংশ, যা ২০২৪ সালে প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৪.৭৯ শতাংশে।

২০২৪ সালে বিএমইটি নিবন্ধনের মোট সংখ্যা ছিল ৭ লাখ ৯৮ হাজার ২৭৬, যা ছাপিয়ে গেছে ২০২৩ সালের ৬ লাখ ৬০ হাজার ৮৮টি নিবন্ধনকে। যদিও বাংলাদেশি পুরুষরা এখনও বৈদেশিক শ্রমবাজারে আধিপত্য বজায় রেখেছেন। তবে নারীদের আগ্রহ বৃদ্ধি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

নারীদের পেশা নির্বাচনেও পরিবর্তন এসেছে। আগে শুধু গৃহকর্মী পেশার জন্য নারীরা নিবন্ধন করতেন। আর এখন নারীরা ধীরে ধীরে প্রযুক্তি সংশ্লিষ্ট পেশার দিকেও ঝুঁকছেন। যেমন কম্পিউটার অপারেশন, গ্রাফিক ডিজাইন ও অটোক্যাড ড্রাফটিংয়ের মতো প্রশিক্ষণ কোর্সে নারীদের অংশগ্রহণ বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের মতো ২০২৪ সালেও বাংলাদেশি অভিবাসীদের শীর্ষ গন্তব্য ছিল সৌদি আরব। মোট অভিবাসনের ৬২.১৭% (প্রায় ৬ লাখ ২৭ হাজার কর্মী) সৌদি আরবে গেছেন। যেখানে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন খাতে দক্ষ ও অদক্ষ শ্রমিকের চাহিদা অব্যাহত ছিল।

বাংলাদেশি কর্মীদের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য মালয়েশিয়ায় অভিবাসন উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪ সালে মাত্র ৯৩ হাজার কর্মী মালয়েশিয়া গে‌ছেন। দেশটির নতুন শ্রমনীতির মূল কারণ। গত বছরের প্রথমার্ধে মালয়শিয়াতে অভিবাসন স্বাভাবিক গতিতে চললেও ২০২৪ এর মে মাসের পর থেকে দেশটিতে অভিবাসনের সংখ্যা ব্যাপকভাবে কমতে থাকে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে